গোলাপ দিয়ে প্রেম নয়, বিয়ের প্রস্তাব শুনতে চান স্বস্তিকা, কোনটা পছন্দ শোভনের

২০২০-র শেষের দিক থেকেই তাদের প্রেম চর্চায় ছিল সোশ্যাল মিডিয়ায়। ভালবাসার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল টলিপাড়ার অলিতে -গলিতে।  তবে প্রেম নয়, ভাল বন্ধু বলেই একে অপরকে দাবি করেছিলেন তারা । কিন্তু নেটিজেনরা তা মানতে নারাজ ছিল। টলিপাড়ার পরিচিত মুখ শোভন গাঙ্গুলির সঙ্গে ভালবাসার বন্ধনে বাঁধা পড়েছেন স্বস্তিকা। সময় যত এগোচ্ছে ততই যেন গাঢ় হচ্ছে তাদের প্রেম। ঠিক কীভাবে শোভনের সঙ্গে প্রেমের শুরু, ভালবাসা দিবসের আগে সেই গল্প ফাঁস করলেন স্বস্তিকা দত্ত।

 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত যেন নেটদুনিয়ার হট সেনসেশন ।  ফের লাইমলাইটে উঠে এসেছেন 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত। একের পর এক ফ্যাশন গোল দিয়েই যাচ্ছেন নায়িকা। লুকোছাপা-রাখঢাক এসব এখন অতীত। এক বছরের বেশি সময় ধরে  জমে উঠেছে প্রেম। টলিপাড়ার  নায়ক-নায়িকাদের ইনস্টা-স্টোরিতেই  প্রকাশ পাচ্ছে ব্যক্তিগত একান্ত মুহূর্তগুলি। একে অপরকে ভালবাসার কথা স্বীকার করে নিয়েছেন সঙ্গীত শিল্পী (Shovon Ganguly) শোভন গঙ্গোপাধ্য়ায় এবং স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। ২০২০-র শেষের দিক থেকেই তাদের প্রেম চর্চায় ছিল সোশ্যাল মিডিয়ায়। ভালবাসার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল টলিপাড়ার অলিতে -গলিতে।  তবে প্রেম নয়, ভাল বন্ধু বলেই একে অপরকে দাবি করেছিলেন তারা । কিন্তু নেটিজেনরা তা মানতে নারাজ ছিল। টলিপাড়ার পরিচিত মুখ শোভন গাঙ্গুলির (Shovon Ganguly) সঙ্গে ভালবাসার বন্ধনে বাঁধা পড়েছেন স্বস্তিকা । সময় যত এগোচ্ছে ততই যেন গাঢ় হচ্ছে তাদের প্রেম। ঠিক কীভাবে শোভনের সঙ্গে প্রেমের শুরু, ভালবাসা দিবসের আগে সেই গল্প ফাঁস করলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ।

প্রথম সারির সংবাদমাধ্যমে স্বস্তিকা (Swastika Dutta) জানিয়েছেন, বন্ধু-বান্ধবদের সঙ্গে একটি পুজোর বাড়িতে গিয়েছিলাম। অন্যান্য পরিচিতদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন শোভন। সেখানেই সকলের মাঝে নিঃশব্দে প্রেম বেড়েছিল আর এক ধাপ। ঠিক কী ঘটেছিল সেদিন। স্বস্তিকা জানান,  পুজোর প্রসাদে নাড়ু পেয়েছিলাম। নাড়ু আমাদের দুজনেরই খুব প্রিয়। তবে খাওয়া-দাওয়ার পর দেখলাম পাতে আর একটাই নাড়ু পড়ে আছে। তবে তারকা-সুলভ ভাব দেখিয়ে আমি ওই নাড়ু খাইনি। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম অর্ধেক নাড়ু নিয়ে শোভন (Shovon Ganguly) বাকিটা রেখে দিয়েছে আমার জন্য। বুঝেছিলাম কোনও শব্দ না করেও এভাবেও ভালবাসার কথা বোঝানো যায়। তবে স্বস্তিকার বলেন হাঁটু মুড়ে বসে, হাতে গোলাপ ধিয়ে বলিউডি স্টাইলে প্রেম নিবেদন একদমই ভাল লাগে না।

Latest Videos

 

 

আরও পড়ুন-বিছানায় অবাধ যৌনতা, অর্ধনগ্ন শয্যাদৃশ্যে ঘনিষ্ঠ হওয়ার কথা রণবীরকে জানিয়েছিলেন দীপিকা

আরও পড়ুন-'ব্রা' ছাড়াই স্তনের একাংশ বার করে রাস্তায় বেরোলেন উরফি, বোল্ড আউট সাইবারবাসী

আরও পড়ুন-জলের নিচে সুস্পষ্ট নিটোল নিতম্ব, বুকের খাঁজে উষ্ণতা বাড়ালেন আগুনে কন্যা রাইমা

 

গোটা সপ্তাহ জুড়ে প্রেমের দিবস। আর শোভনের সঙ্গেও তার প্রেমের শুরু বন্ধুত্ব দিয়ে। স্বস্তিকা (Swastika Dutta) আরও বলেন, আলাদা করে প্রেম নিবেদনে আমি বিশ্বাসী নই। ভাল লাগার কথা অনেকেই বলেছে। কিন্তু আমি মনে করি বিয়ের প্রস্তাব দেওয়াটাই আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেম নিবেদন। তবে তুমি কি আমার প্রেমিকা হবে এর থেকে তুমি কি আমাকে বিয়ে করবে এটা শুনতে বেশি ভাল লাগে। ২০২২ -এর শুভারম্ভে কলকাতা ছেড়ে সাগরপাড়ে একে অপরের কাছাকাছি এসেছিলেন শোভন ওস্বস্তিকা। ২০২২ এর নতুন সূর্যকে সাক্ষী রেখে পথচলা শুরু করেছেন টলিপাড়ার এই কাপল। লুকোছাপা-রাখঢাক এসব এখন অতীত। সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্য়ায়ের (Shovon Ganguly) সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। ইনস্টা-স্টোরিতেই  প্রকাশ পাচ্ছে নায়িকার ব্যক্তিগত একান্ত মুহূর্তগুলি। শুধু তাই নয়, সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় কাপল গোল দিয়েই চলেছেন শোভন ও স্বস্তিকা জুটি। অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি 'লকডাউন'-এ সুরকার হিসেবে বড় পর্দায় হাতেখড়ি হয়েছে শোভনের। একইভাবে স্বস্তিকাও ব্যস্ত নিজের কাজ নিয়ে। পাশাপাশি ফোটোশ্যুটেও রীতিমতো ভক্তদের ঘুম উড়াচ্ছেন সকলের প্রিয় রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত। ১০ বছরেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন স্বস্তিকা (Swastika Dutta) । নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন স্বস্তিকা। স্বস্তিকা দত্তর একের পর এক ভোলবদলে রীতিমতো ঝড় উঠেছে টলিপাড়ায়। জি অরিজিনালসের একটি নতুন ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত। আরণ্যক চট্টোপাধ্যায় পরিচালিত নগর বউ কথা- ছবিতেই দেখা যাবে স্বস্তিকাকে।  স্বতিকার বিপরীতে অভিনয় করছেন শাওন। এবং চরিত্রটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য তাকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। অন্যদিকে প্রেমিক শোভনের থেকে জোরকদমে গিটার বাজানোর তালিম নিচ্ছেন স্বস্তিকা।


 

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik