'বামে না ডানে', স্বস্তিকার কথা জুড়ে রাজনীতির গন্ধ, প্রেমের টিপসেই লুকিয়ে কী রহস্য

  • শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তিত স্বস্তিকা মুখোপাধ্যায়
  • তবে তার চেয়েও বেশি চিন্তিত প্রেমের ব্যাথা নিয়ে
  • সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দুই সমস্যার সমাধান বাতলাচ্ছেন স্বস্তিকা
  • মদ্যপানই হল আসল উপায়

শীতকালে নানা সমস্যা। ত্বকের সমস্যাই বেশি। ঠোঁট ফাটা, ত্বকের রুক্ষতা, এমনকি স্ক্যাল্পে অতিরিক্ত তেল বেরনো, সব নিয়ে শীতকালে নিজের ত্বকের দেখভাল করাই বেশ কঠিন হয়ে ওঠে। তবে উপায় বাতলাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে শুরু হয়েছে শোরগোল। তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ফিড। কেবল ত্বক নিয়েই নয়, মনের ব্যাথা নিয়েও বেশ ভালই উপায় দিলেন স্বস্তিকা। 

স্বস্তিকার ফেসবুক পেজ থেকে স্বস্তিকা একটি মিম শেয়ার করেছেন যেখানে ছবির এক পাশে বাঙালির প্রিয় বোরোলিনের ছবি এবং আরও এক দিকে রাম অর্থাৎ মদের বোতলের ছবি। দু'টি ছবির নিচেই দেওয়া টিপস। বোরোলিনের নিচে লেখা, 'ঠোঁট ফাটলে'। এবং মদের বোতলের নিচে লেখা, 'প্রেমে ফাটলে'। ঠোঁট বা শরীরের কোনও অংশ শীতকালে ফেটে গেলে রাতারাতি কাজ দেয় বোরোলিন তা সকলের জানে তবে প্রেমে ব্যর্থতার মুখ দেখলে কী করা উচিত। সাত পাঁচ না ভেবে হার্ড ড্রিঙ্কের নিজেকে হারিয়ে ফেলা উচিত। 

Latest Videos

 

 

বামে না ডানে ? 😂🤣

Posted by Swastika Mukherjee on Saturday, December 26, 2020

 

 

এতে প্রেমিক বা প্রেমিকার থেকে আঘাত পাওয়া মনের ব্যাথা নিমেষে সেরে যাবে। অন্তত ভুলে থাকতে পারবে সেই ব্যাথার বিষয়। প্রেমের যেকোনও সমস্যার সমাধান হল এই মদ। এমনটাই মানেন স্বস্তিকা। এই ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, "বামে না ডানে?" যার মধ্যে রহস্যের গন্ধ পেয়েছে সাইবারবাসী। রাজনৈতিক ছোঁয়া দিয়েই কি লেখা এই ক্যাপশন। নাকি মিমটির সঙ্গে জড়িয়ে রয়েছে স্বস্তিকার এই লেখা। তা অবশ্য স্বস্তিকার চেয়ে ভাল কেউই বলতে পারবে না।   
 

Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh