'আন্ডারকাট হেয়ারস্টাইল'-এর ছবি দিতেই লুকিং ব্যাডের তকমা, কটাক্ষের যোগ্য জবাব স্বস্তিকার

  • ফের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী স্বস্তিকা
  •  সম্প্রতি নিজের টুইটারে হেয়ারস্টাইল-এর ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা
  •  ছবিটি আপলোড করতে না করতেই শুরু হয়েছে ট্রোলিংয়ের পালা
  •  স্বস্তিকাও এর যোগ্য জবাব দিয়েছেন নেটিজেনদের

 টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের বরাবরই তিনি স্বপ্রতিষ্ঠিত। প্রতিবাদের ঝড় সবসময়েই উঠেছে তার গলায়। কোনও কিছু মুখ বুঝে সহ্য করা তার সহজাত নয়। অন্যায়ের বিরুদ্ধে সবসময়েই তিনি গলা চড়িয়ে গর্জে ওঠেন।  ফের অশ্লীল ভাষায় আক্রমণ করা হল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। একের  পর এক কটুক্তিকে ভরে উঠছে তার সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু তিনিও ছেড়ে দেওয়ার পাত্র নন। মুখের উপর সপাটে জবাব দিলেন নিজস্ব মেজাজে।

আরও পড়ুন-ঐশ্বর্যর সঙ্গে অন্তরঙ্গতার চরম মুহূর্ত, অমিতাভের নাম মাথায় আসতেই ভয়ে কেঁপেছিলেন 'সুপারস্টার'...

Latest Videos

বরাবরই নিজেকে নিয়ে, নিজের বিভিন্ন লুক নিয়ে বিশেষত চুল নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করে আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে সেই এক্সপেরিমেন্ট শুধু নিজের মধ্যেই নয়, বরং সকল ভক্তদের সঙ্গেই শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি নিজের টুইটারে 'আন্ডারকাট হেয়ারস্টাইল'-এর ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। এখানেই থামেননি ছবিতে যথাযোগ্য ক্যাপশনও দিয়েছিলেন  অভিনেত্রী। দেখে নিন ছবিটি,

 

 

ক্যাপশনে স্বস্তিকা লিখেছিলেন, 'ওড়ার জন্য ডানার কোনও প্রয়োজন নেই, আমার এই মাথাই যথেষ্ঠ'। ব্যস ছবিটি আপলোড করতে না করতেই শুরু হয়েছে ট্রোলিংয়ের পালা। কেউ লেখেন , তোমার সেই লম্বা চুল, মুখ ভর্তি হাসি, যা দিয়ে তুমি মন জিতে নাও স্বস্তিকা। তোমার কি বড় চুল রাখা পছন্দ নয়, কেউ আবার লিখেছেন তোমার হেয়ারস্টাইল ভাল লাগছে কিন্তু তোমায় দেখতে ভাল লাগছে না। হয়তো নো মেক আপ লুক কিংবা ফিল্টার নেই বলে এমনটা লাগছে। এরকমই একাধিক কুৎসিত মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।  স্বস্তিকাও  এর যোগ্য জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে। তিনি জানিয়েছেন, 'এই খারাপটাই এখনও চলছে, চিয়ার্স টু লুকিং ব্যাড',

 


ফের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। আর এই সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করেই আবার আক্রমণ করা হয়েছে অভিনেত্রীকে। তবে এবারও তিনি ফুঁসে উঠেছেন। তিনি কোনওদিনই চুপ করে থাকার মানুষ নন, আর এবারেই তার অন্যথা করেননি।

Share this article
click me!

Latest Videos

দায়ী কে? কেমন আছে ৩ প্রসূতি মাম্পি, মিনারা ও নাসরিন? দেখুন | Kolkata News | Saline Controversy
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
মুহূর্তেই ধসে গেল গোটা ফ্লাট! সামনে আসলো সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও, দেখুন | Baghajatin Latest News
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন