তারাবাতি নিয়ে ছাদে এ কী করছেন কৌশানি, মুহূর্তে ছড়িয়ে পড়ল তার ভিডিও

Published : Oct 29, 2019, 06:47 PM IST
তারাবাতি নিয়ে ছাদে এ কী করছেন কৌশানি, মুহূর্তে ছড়িয়ে পড়ল তার ভিডিও

সংক্ষিপ্ত

দীপাবলির আলোয় আলোকিত চারিদিক সবাই মেতে আছে বাজি ফাটানোর আনন্দে সম্প্রতি কৌশানি বাজির ভিডিও শেয়ার করেছেন  ইতিমধ্য়েই কৌশানির সেই ভিডিও ভাইরাল

দীপাবলির আলোয় আলোকিত চারিদিক। মোমবাতি ,প্রদীপ, রঙীন এলিডি আলোয় যখন পুরো শহর আলোকিত, তখন আতস বাজি আকাশের রাজা। সাধারন থেকে সেলিব্রেটি কে নেই, সেই তালিকায়। সম্প্রতি ইন্সটাগ্রামে ,দীপাবলি উপলক্ষে কৌশানি মুখোপাধ্যায় তার বাজি ফাটানোর ভিডিও দিয়েছেন। 

 

তবে এ যে সে বাজি নয়, চড়কি বাজি বলে কথা। অবশ্য় কৌশানি মুখোপাধ্যায় বেশিরভাগ সময় শহরে থাকলে পরিবারের সঙ্গেই সময় কাটাতে পারেন। দীপাবলিতে নিজের বাড়ির ছাদে বাজি ফাটাতেতো আরো বেশি মজা। তাই মেতে উঠলেন এবার তিনি একেবারেই নিজের ছন্দে। চড়কি বাজি ফাটাতে ফাটাতে বাচ্চাদের মত লাফিয়ে উঠলেন। আর ইতিমধ্য়েই কৌশানির বাজি ফাটানোর ভিডিও ভাইরাল।

আরও পড়ুন, প্রেমের জোয়ারে গা ভাসালেন অঙ্কুশ- ঐন্দ্রিলা, দেখুন মনমাতানো ছবি

রাজ চক্রবর্তী পরিচালিত 'পারব না আমি ছাড়তে তোকে'-র নায়িকা কৌশানির এই জি ফাটানোর ভিডিও দেখে ভক্তমহল বেশ খুশী। যাইহোক, বনি-কৌশানির জুটিকে পছন্দ করেন দর্শক। তাঁরা কবে সাতপাকে বাঁধা পরবেন, এখন সেদিকেই তাকিয়ে অনুরাগীরা। তখনও বাজি পুড়বে কিছু, হয়তো সব অন্ধকার কাটিয়ে।  

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার