নম্র স্বভাব থেকে রণমূর্তি ধারণ করল শ্যামা, নিখিলের থেকে দূরে থেকেই কি এই পরিবর্তন

  • আঠারো বছর নিখিলের থেকে দূরে শ্যামা
  • নম্র স্বভাবের শ্যামার হঠাৎ আমূল পরিবর্তন
  • রণমূর্তি ধারণ করল 'কৃষ্ণকলি'
  • ছবিতে ভাইরাল অভিনেত্রী তিয়াশা রায়

কৃষ্ণকলি ধারাবাহিকটির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে বই কমছে না। দিন দিনে দর্শকদের মনে আরও গভীর প্রভাব ফেলছে ধারাবাহিকের গল্প, নায়ক, নায়িকা এমনকি পার্শ্ব চরিত্রগুলিও। নীল ভট্টাচার্য এবং তিয়াশা রায়ের ব্যক্তিগত জীবনের খবরাখবর পেতে সর্বদা উৎসাহী দর্শকমহল। ধারাবাহিকটির প্রতিবারই টিআরপি তালিকার প্রথম সেরা পাঁচ ধারাবাহিকের মধ্যেই থাকে। শ্যামা, নিখিলকে ছেড়ে চলে যেতেই সকলের চিন্তা ছিল গল্পের মোড় নিয়ে। এবার সেই গল্পের মোড় ঘুরল টাইমন লিপে। 

আঠারো বছর পর কৃষ্ণকলির নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছে নির্মাতারা। শ্যামার চেহারা পাল্টেছে সম্পূর্ণ। আঠারো বছর পেরিয়ে গিয়েছে নিখিলের জীবনের। তবে নেই শ্যামা। শ্যামা এখন নিজের মেয়ে কৃষ্ণার সঙ্গে অন্য এক জায়গায় থাকে। শ্যামার নয়া রূপ নিয়ে ধরা দেন তিয়াশা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিয়াশার সেই ছবিগুলি। এবার রণমূর্তি ধারণ করে পোস্ট করলেন ছবি। হাতে কাটারি নিয়ে কীসের মতলবে রয়েছেন তিয়াশা। বেনারাসে শ্যামা নিজের মেয়ে কৃষ্ণার সঙ্গে এখ নতুন জীবন শুরু করেছেন। 

Latest Videos

আরও পড়ুনঃচলন্ত গাড়িতে অসাধ্য সাধন করলেন নুসরত, পোস্টে ভাইরাল হলেন টলি ডিভা

 

দুর্ঘটনার পর নিজের পুরনো জীবনের কথা সবটাই ভুলে গিয়েছে।গানও আর গায় না শ্যামা। কৃষ্ণা অন্যদিকে মায়ের মতই ভজনকীর্তন গায় মন্দিরে। মায়ের কাছে তার অতীত নিয়ে কৃষ্ণা আজও প্রশ্ন করে। অন্যদিকে নিখিল মানুষ হিসাবে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। দিনের অধিক সময়টা কাটায় পাবে মদ্যপান করে। সেখানেই প্রবেশ করে সুনয়না। নিখিলের জীবনে কে এই নতুন মহিলা। প্রশ্ন তুলছে দর্শকমহল। ইতিমধ্যেই নতুন প্রোমো মুক্তি পেয়েছে। যেখানে এই সমস্ত কিছুই দেখানো হয়েছে। অনুরাগীদের প্রশ্ন, ফের কীভাবে শ্যামা এবং নিখিলের দেখা হবে। শ্যামার জীবনেও কি এবার নতুন কেউ আসবে। নাকি কৃষ্ণাই লিখবে শ্যামা-নিখিলের ভবিষ্যত।
 

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari