হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা দেবের, রুক্মিণীর জন্যই কি এই সিদ্ধান্ত সুপারস্টারের


সম্প্রতি মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত  দেব ভেঞ্চার্সের আগামী ছবি 'কিশমিশ'-এর (Kishmish)ট্রেলার।   টিনটিন ও রোহিণী সেনকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে শুু থেকেই।  ট্রেলারেই যে বড় চমক দিতে চলেছেন দেব তা আর বলার অপেক্ষা রাখে না। এবারও  কল্পনা ও বাস্তবের সংমিশেলে জমে গেল 'কিশমিশ'-এর ট্রেলার। একদিকে কার্টুন স্কেচ অন্যদিকে দৃশ্যের কোলাজ। অভিনেতার গলায় শোনা যাচ্ছে ভালবাসা শব্দটা ঠিক কিশমিশের  (Kishmish) মতো, দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি। 

টলিপাড়ার পপুলার কাপলদের মধ্যে  (Dev) দেব-রুক্মিণী (Rukmini Maitra) রয়েছেন সকলের শীর্ষে। সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন এই কাপল।  সোশ্যাল মিডিয়াতেও দুজনেই বেশ অ্যাক্টিভ। নিজেদের ব্যক্তিগত মুহূর্তে ফ্রেমবন্দি করে চলেছেন হামেশাই। আর অনুরাগীরাও তাড়িয়ে উপভোগ করছেন।  দিনকয়েক আগেই বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়েই মলদ্বীপে (Maldives) পাড়ি দিয়েছিলেন দেব। কয়েকদিন ধরেই বেশ কিছু ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন  (Dev)দেব ও রুক্মিণী (Rukmini Maitra)। তবে এখনও পর্যন্ত কোনও ছবিই তারা একসঙ্গে পোস্ট করেননি। একফ্রেমে নয়, বরং যে যার নিজস্ব ইনস্টাগ্রামেই একের পর এক ছবি পোস্ট করে চলেছেন।  হঠাৎ তাল কাটল তাদের সম্পর্কে। মলদ্বীপ থেকে আসার পরই রুক্মিণীর আচরণেই হতবাক হয়েছেন দেব। তাকে আর ভালবাসে না রুক্মিনী, সবার সামনে সরাসরি না বলে দিয়েছেন  অভিনেত্রী, যা কিনা কোনওমতে মেনে নিতে পারেননি দেব। লজ্জায়,ঘৃণায় কুঁকড়ে গিয়ে ব্লেড দিয়ে কব্জি কেটে নাকি আত্মহত্যাও করতে গিয়েছিলেন দেব। তারপর কী হল জানেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত  দেব ভেঞ্চার্সের আগামী ছবি 'কিশমিশ'-এর (Kishmish)ট্রেলার।   টিনটিন ও রোহিণী সেনকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে শুু থেকেই।  ট্রেলারেই যে বড় চমক দিতে চলেছেন দেব তা আর বলার অপেক্ষা রাখে না। এবারও  কল্পনা ও বাস্তবের সংমিশেলে জমে গেল 'কিশমিশ'-এর ট্রেলার। একদিকে কার্টুন স্কেচ অন্যদিকে দৃশ্যের কোলাজ। অভিনেতার গলায় শোনা যাচ্ছে ভালবাসা শব্দটা ঠিক কিশমিশের  (Kishmish) মতো, দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি। 

Latest Videos

 

 

ট্রেলারেই বর্তমান আর অতীত মিলেমিশে একাকার হয়েছে। মা ও বাবার আদরের একমাত্র টিনটিন। যে কিনা কলেজে গিয়েই হয়ে উঠেছে ফেলুদা। ফেলুদা শুনে গোয়েন্দার কথাটা সবার প্রথমে মাথায় আসলেই এ সে ফেলুদা নয়, পড়াশোনায় ফেলুদা। তবে আঁকার হাত দুর্দান্ত। এই কলেজে গিয়েই টপার রোহিণী সেনকে দেখে প্রেমে পড়ে যায় টিনটিন। মারপিঠ, বন্ধুত্ব থেকে কখন যে জীবনে চলে আসে প্রেম, তা বুঝতে গিয়েই বড় বিপাকে পড়ে টিনটিন। একদিন রোহিণীর সকলের সামনেই সটান বলে দেয়, এত সিরিয়াস হয়ে গেলি, আমি তোকে ভালবাসি না বস। কারোর সাথে শুলেই বিয়ে করতে হবে, এমনটা সে ভাবে না এটা যেন কোনওমতেই  হজম হয় না টিনটিনের। তারপর কী করবে বুঝতে না পেরেই নেয় আত্মহত্যার সিদ্ধান্ত। লজ্জায়,ঘৃণায় কুঁকড়ে গিয়ে ব্লেড দিয়ে কব্জি কেটে নাকি আত্মহত্যাও করতে যায় দেব। তবে এইসবের মধ্যেই কলেজ শেষ হয়ে বাইরের জগতে পা রাখে দুজনেই। শেষমেষ সাধের কিশমিশ ধরা দেয় তাদের জীবনে।

 

 

আরও পড়ুন-বক্ষযুগল মোড়া এক চিলতে কাপড়ে, ব্যাকলেস ছবিতে নিতম্ব উঁচু করে হট পোজে ভাইরাল উরফি

আরও পড়ুন-ভিড়ের মধ্যে প্রেমিকাকে বাহুডোরে আগলে রাখলেন রহমান, টুইনিং পোশাকে লেন্সবন্দি সুস্মিতা

আরও পড়ুন-জন্মের আগে ঠিক হয়ে গেছে পদবি, বাবা না মা কার পরিচয়ে সন্তানকে মানুষ করবেন অন্তঃসত্ত্বা সোনম

 

তারপর কী হবে তা নিয়ে উত্তেজনায় টগবগিয়ে ফুটছে দর্শক। রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিতে দেব ও রুক্মিণী ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, জুন মালিয়া, লিলি চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে। 'টনিক'-এর পর এই 'কিশমিশ'ও (Kishmish) যে বড় ব্লাস্ট করতে চলেছে বাংলা সিনেমায় তার আভাস ট্রেলারেই পেলেন দর্শক। চলতি বছরের ২৯ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী