এ এক অন্য স্বস্তিকা, অভিনেত্রীর মানবিক রূপে মুগ্ধ নেটিজেনরা

  • ঘূর্ণিঝড় আমফানের দাপটে  ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হলদা
  •  আমফানে বিধ্বস্ত দুর্গম এলাকাতে এবার পৌঁছে গেলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়
  • সন্ধি নামের স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগেই হলদায় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী
  •  ত্রিপল খাটিয়ে রাত কাটানো থেকে রান্না-খাওয়া সবই করেছেন গ্রামের ছোটদের সঙ্গে

স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের বরাবরই তিনি স্বপ্রতিষ্ঠিত। প্রতিবাদের ঝড় সবসময়েই উঠেছে তার গলায়। কোনও কিছু মুখ বুঝে সহ্য করা তার সহজাত নয়। অন্যায়ের বিরুদ্ধে সবসময়েই তিনি গলা চড়িয়ে গর্জে ওঠেন।  সম্প্রতি তার মানবিক রূপে মুগ্ধ হয়েছে নেটিজেনরা।  উত্তর ২৪ পরগনার হলদা আবারও ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে।  কয়েকদিন আগেই গ্রামের সমস্ত যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক হয়েছে। সাইক্লোন আমফানে বিধ্বস্ত সেই দুর্গম এলাকাতে এবার পৌঁছে গেলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। 

আরও পড়ুন-সুশান্তের মৃত্যু ঘুম কেড়েছে রূপার, সারারাত জেগে টুইটারে ফুঁসে উঠলেন বিজেপি সাংসদ...

Latest Videos

করোনা আতঙ্কে গ্রাস করেছে গোটা বিশ্বকে। যত দিন যাচ্ছে তত যেন ক্রমশ বাড়ছে মৃত্যুসংখ্যা। এদিকে করোনা অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ । প্রকৃতির ধ্বংসলীলায় শেষ হয়েছে মানুষের স্বাভাবিক জীবন। বাংলার কিছপ প্রান্তিক অঞ্চলের মানুষেরা এখনও ভুগছে। তেমনই ঘূর্ণিঝড় আমফানের দাপটে বিধ্বস্ত হলদা। করোনা আতঙ্কের মধ্যে নয়া আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে গ্রামবাসীরা। ঝড় চলে গেলেও তার তান্ডবলীলা এখন ধুকছে বাংলার মানুষ। মাথা গোজার ঠাঁই টুকু নেই তাদের। একটা ত্রিপলের অপেক্ষায় তাকিয়ে রয়েছে তার। পেটে খিদের জ্বালায় চোখ বন্ধ হয়ে আসছে কারোর। সেই অসহায় মানুষগুলোর পাশে মানবিক উদ্যোগে সামিল টলি অভিনেত্রী স্বস্তিকা। দেখে নিন ভিডিওতে।

 

 

স্যানিটারি ন্যাপকিন থেকে, বইখাতা, পেন-পেন্সিল, খাদ্যদ্রব্য সমস্ত কিছু নিয়ে পৌঁছে গেছেন অভিনেত্রী স্বস্তিকা। প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা জেনেছেন একবারে ঘরের লোকের মতোন।  অভিনেত্রীকে কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন গ্রামবাসীরা। সন্ধি নামের স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগেই  গত ৭ তারিখ হলদায় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। গ্রামের ছোটদের সঙ্গে ত্রিপল খাটিয়ে রাত কাটানো থেকে রান্না-খাওয়া সবই করেছেন স্বস্তিকা।

 
 

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News