'বাবার শেষ ইচ্ছে আর পূরণ হল না', ছবির সাফল্যে অকপট স্বস্তিকা

  •  পাতাললোক-এ অভিনয়ে সাড়া ফেলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়
  • বাবার খুব ইচ্ছে ছিল পাতাললোক দেখার, জানিয়েছেন অভিনেত্রী
  •  স্বয়ং বিদ্যা বালনও  ফোন করে তার অভিনয়ের প্রশংসা করেছেন
  • বর্তমানে লকডাউনের জন্য মুম্বইতে আটকে রয়েছেন অভিনেত্রী

স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের বরাবরই তিনি স্বপ্রতিষ্ঠিত। প্রতিবাদের ঝড় সবসময়েই উঠেছে তার গলায়। কোনও কিছু মুখ বুঝে সহ্য করা তার সহজাত নয়। অন্যায়ের বিরুদ্ধে সবসময়েই তিনি গলা চড়িয়ে গর্জে ওঠেন।  সম্প্রতি তার অভিনয়ে সাড়া ফেলেছে বিনোদন জগতে। বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থার ব্যানারে 'পাতাল লোক'-এ তার অভিনয় দারুন নজর কেড়েছে।

আরও পড়ুন-বেধড়ক মার থেকে চরম সন্দেহ, একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন ঐশ্বর্য ...

Latest Videos

ডিপ্রেশন। এটা যেন স্বস্তিকার সহজাত। এর আগেও ডিপ্রেশনের চরিত্রে নজর কেড়েছিলেন স্বস্তিকা। তার উপর আবার নিজের পছন্দের আর একটা কমফোর্ট জোনও ছবিতে ছিল স্বস্তিকার। স্বস্তিকা বরাবরই পশুপ্রেমী। স্ট্রে-ডগস নিয়ে এনজিও সঙ্গে স্বস্তিকাও যুক্ত রয়েছে। পাতাল লোক যারাই দেখেছে তারই একবারে সাবিত্রীর সঙ্গে ডলির বন্ডিং-এর কথা তুলে ধরেছে। স্বস্তিকা নিজেও হয়তো ভাবেননি যেখানে সমাজের রাজনীতির অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে, সেখানে ডলি মেহরা এতটা জনপ্রিয় হয়ে যাবে।

আরও পড়ুন-পিরিয়ড চলাকালীন খুল্লামখুল্লা পোস্ট, ব্যাপক ট্রোলের মুখে জনপ্রিয় টেলি তারকা...

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাতাল লোক নিয়ে নিজের ব্যক্তিগত অনেক কথাই তুলে ধরেছেন স্বস্তিকা। স্বস্তিকা জানিয়েছেন, 'বাবার খুব ইচ্ছে ছিল পাতাল লোক দেখার, কিন্তু সেই ইচ্ছেপূরণ আর হল না। তার আগেই সব শেষ। বাবা সবসময়েই সাপোর্টিভ ছিলেন। যখন এই ছবির শুটিং চলছিল দিল্লিত তখনও রোজ ফোন করে খবর নিতেন। পরিচালক পছন্দ করছে তো, অভিনয় ঠিক হচ্ছে তো এই কথাই রোজ বলত বাবা। তবে অভিনয়ের বিনিময়ে কত টাকা পারিশ্রমিক পাচ্ছি, বা কে পরিচালক, কোন প্রোডাকশ হাউজ তা কোনওদিনও জানতে চায়নি বাবা। এখন সবাই কাজের প্রশংসা করছে। বাবা থাকলেও খুবই খুশি হতেন।' ডলির চরিত্র এতটাই মনে ধরেছে সিনেমাপ্রেমীদের যে স্বয়ং বিদ্যা বালনও তাকে ফোন করে প্রশংসা করেছেন। বর্তমানে লকডাউনের জন্য মুম্বইতে আটকে রয়েছেন অভিনেত্রী।


 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari