তড়িঘড়ি সমস্যার সমাধান, রাত পোহালেই শুরু শ্যুটিং, বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত

  • ১০ জুন শ্যুটিং শুরু কথা 
  • কিন্তু বুধবার সকালে বন্ধই রইল শ্যুটিং
  • তড়িঘড়ি বৈঠকে বসলেন অরূপ বিশ্বাস
  • বৃহস্পতিবার শুরু হবে শ্যুটিং

Jayita Chandra | Published : Jun 10, 2020 1:15 PM IST

কথা ছিল ১০ জুন থেকে শুরু হবে শ্যুটিং। হাঁসি ফিরেছিল তারকা, টেকনিশিয়ানদের মুখে। কিন্তু বুধবার সকালের ছবিটা গেল পাল্টে। খুলল না স্টুডিওর গেট, শুরু করা গেল না শ্যুটিং, নেপথ্যে বীমা নিয়ে বচসা। ফেডারেশনের পক্ষ থেকে এদিন জানান হয়, বীমা নিয়ে আর্টিস্ট ফোরাম, চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজক সংস্থার মধ্যে বিবাদের জেরেই সমস্যার সূত্রপাত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর্থিক অবস্থার কথা ভেবে সবার আগে যা প্রয়োজন, তা হল শ্যুটিং শুরু করা। লক্ষাধিক মানুষ জড়িয়ে রয়েছেন এই জীবিকার সঙ্গে। 

আরও পড়ুনঃ বিতর্কে নয়, ক্রপ টপে 'কামারিয়া'র হট পোজে রেশমি

টেকনিশিয়ান থেকে শুরু করে তারকারা, বুধবার সকালের ছবিটা দেখে হতবাক। টলিউডে ঘোষিত জনপিছু বীমার অঙ্কটা বেজায় বেশি। ফেডারেশনের পক্ষ থেকে এদিন জানানো হয়, ভারতের কোনও প্রান্তেই করোনার জন্য ২৫ লক্ষ টাকা বীমা ঘোষণা করা হয়নি। ফলে অর্থের অঙ্কটা যেমন বেশি, ঠিক তেমনই তা প্রয়োগ হতেও খানিকটা সময় লাগবে। এদিন সকলের উদ্দেশ্যে আর্জি করে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত শুরু করা হোক শ্যুটিং, নয়তো আরও অন্ধকারের দিকে এগিয়ে যাবে টলি-পাড়া। 

আরও পড়ুনঃ স্বাধীনতার পর মারণ ভাইরাসে বন্দি , ভারতের ইতিহাসে নতুন অধ্যায় উঠেঙ্গে হাম-এর ফ্রেমে

এরপরই বিকেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে বসে বৈঠক। সেখানেই উপস্থিত ছিলেন ইম্পা, আর্টিস্ট ফোরামের সদস্যরা। সকলে মিলে বৈঠকের মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা গিয়েছে। তাই রাত পোহালেই শুরু হবে শ্যুটিং। ১১ তারিখ থেকে সেটে ফিরবে চেনা ছবি। সতর্কতা মানতে হবে। তবে একদিন শ্যুটিং পিছিয়ে যাওয়ায় ১৫ তারিখ থেকে নতুন পর্ব সম্প্রচার করা যাবে কী না, তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। 

Share this article
click me!