মাতৃহারা ঋদ্ধিমা, কান্নায় ভেঙে পড়া আর্তনাদ, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট

Published : May 03, 2021, 06:05 PM IST
মাতৃহারা ঋদ্ধিমা, কান্নায় ভেঙে পড়া আর্তনাদ, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট

সংক্ষিপ্ত

মাতৃদিবসের ঠিক একসপ্তাহ আগে  মাতৃহারা অভিনেত্রী ঋদ্ধিমা  চোখের জল বাঁধ মানছে না  সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেত্রীর

মাকে হারালেন টলিউড স্টার ঋদ্ধিমা ঘোষ। গৌরব ঘরণী মাকে হারানোর খবর ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খবর। সেখানেই মায়ের ছবি দিয়ে সকলকে জানালেন, সদ্য মা-কে হারিয়েছেন ঋদ্ধিমা। টলিউডের মিষ্টি অভিনেত্রী ঋদ্ধিমা, নানা কাজের মাধ্যমে তিনি দর্শক মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সেই অভিনেত্রীর শোকেই এবার ভক্তমহলে শোকের ছায়া। 

আরও পড়ুন- কোভিডে মৃত্যু হলে সৎকার হোক বিনামূল্যে, দায়িত্ব নিক কেন্দ্র, আবেগন সোনু সুদের 

প্রয়াত রিমা ঘোষ, মা-কে সবসময় নিজের মধ্যেই খুঁজে পাবেন ঋদ্ধিমা। সাদাকালো ফ্রেমে মায়ের ছবি শেয়ার করে ঋদ্ধিমা সোশ্যাল মিডিয়ায় লেখেন- আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি আর নেই। বড্ড তারাতারি চলে গেলে মা, আমার প্রতিটাা শ্বাস-প্রশ্বাসে আমি তোমার অভাব অনুভব করব। আমি ভেঙে পড়েছি মা, ভেবে পাচ্ছি না, তোমায় ছাড়া বাকি জীবনটা কীভাবে কাটবে।

 

 

ঋদ্ধিমা আরও লেখেন- তবে কথা দিচ্ছি, আমি তোমায় বরাবরের মত গর্বিত করব, আমি চেষ্টা করব তোমার স্বপ্ন পূরণ করার। কিন্তু তোমার মতন কোনওদিন কেউ আমায় ভালোবাসবে না মা। ভালো থেকো। হাসি মুখে থেকো। এই পোস্ট পাওয়া মাত্রই ভক্তরা ঋদ্ধিমার মাের আত্মার শান্তি কামনায় পোস্ট করতে থাকেন। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার