সংক্ষিপ্ত
- করোনা পরিস্থিতি নিয়ে আবারও সরব সোনু
- এবার করোনায় মৃতের সৎকার নিয়ে আবেদন সোনুর
- খরচ বহন করুক সরকার
- কেন্দ্রকে আবেদন
২০২০ সকলের সামনে সোনু সুদের নতুন এক রূপ তুলে ধরেছিল। যেখানে আদ্যপান্ত এমন এক মানুষের ছবি ধরা পড়ে যিনি সাধারণ মানুষের কাছে ভগবান। বিপদের দিনে এক ডাকে যাঁকে পাশে পাওয়া যায়। গরিবের মুখে একাধিকবার হাসি ফুঁটিয়েছেন তিনি। ভারতের কাছে এখন এক অন্যতম যোদ্ধা হলেন সোনু সুদ। যাঁর সাহায্যে হাজার হাজার মানুষ আজ করোনার কোপ কাটিয়ে সুখে সংসার করছেন।
আরও পড়ুন- এ রোগ মানুষকে বড় একা করে দেয়, মানসিক শান্তি ও সুস্থতার পক্ষে গুরুত্বপূর্ণ পোস্ট দীপিকার
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ ঝড় তুলছে গোটা দেশে। মহারাষ্ট্রের পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছে। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন রাতারাতি। সেই তালিকা থেকে বাদ পড়েননি মাসিহা সোনু। তবে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে থেকেও মানুষের পাশে দাড়াতে ভুললেন না তিনি। বেড থেকে শুরু করে ওষুধ সবটাই সাধ্যমত জোগাড় করেছেন। কয়েকদিন আগেই এক মহিলার প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন সোনু সুদ।
এবার সোনুর ভাবনায় করোনায় মৃত ব্যক্তির সৎকার। এবার সরকার বিনামূল্যে সৎকারের ব্যবস্থা করুক। এমন কি সৎকার করতে যা যা প্রয়োজন হয়, তারও দায়িত্ব নিতে হবে সরকারকে। অর্থমূল্য বহন করুক কেন্দ্র, বিনা মূল্যে হোক সৎকার, এই নিয়ে আর্জি জানালেন এবার সাধারণের ভগবান সোনু। একের পর এক করোনায় মৃত্যু যখন বাড়ছে, তখনই মানবিক ও দরদি আবেদন সোনুর সকলের নজর কাড়ল।