Uma Serial Update: উমাকে হাতেনাতে ধরলেন শুকতারা, কোন কথায় সকলের মন জয় করল উমা

বাড়ির সকলে মিলে বুঝে উঠতে পারে না ঠিক কীভাবে পরিস্থিতির সামাল দেওয়া যাবে, এমন সময় উমাই মুখোমুখি দাঁড়ায় শুকতারার। বুঝিয়ে বলে বাড়ির সকলের জন্য ঠিক সে কতটা গুরুত্বরপূর্ণ। 

খেলার মাঠে উমা (Uma), বাড়িতে নতুন লড়াইয়ে প্রথম বলেই চক্কা উমার, জি বাংলার অন্যতম ধারাবাহিক উমাতে (Zee Bangla Serial Uma) এবার নতুন মোড়। খেলার মাঠ থেকে ফিরতে দেরি হওয়া উমাকে ঘিরে চাঞ্চল্য, বাড়ির সকলে মিলে বুঝে উঠতে পারে না ঠিক কীভাবে পরিস্থিতির সামাল দেওয়া যাবে, এমন সময় উমাই মুখোমুখি দাঁড়ায় শুকতারার। বুঝিয়ে বলে বাড়ির সকলের জন্য ঠিক সে কতটা গুরুত্বরপূর্ণ। প্রতিটা পদে পদে সে সকলের খেয়াল রেখে চলেছে কীভাবে, সকলের সামনে হাত জোড় করে ক্ষমাও চেয়ে নেয় উমা। 

উমা, যার জীবনের প্রতিটা পদে কেবলই পরীক্ষা, যুদ্ধই যেন লিখে দিয়েছে নিয়তি, সেই মেয়ের এবার সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার পালা। উমা কোনও দিন যা স্বপ্নেও ভাবেনি, এবার তাকে তেমনই এক জীবন উপহার দিতে চলেছে অভি। তাকে যেতে হবে মাঠে, খেলতে হবে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে, হেরে গেলে চলবে না। ফুলশয্যার রাতে ঠিক এভাবেই উমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় অভি। উমার কাছে এই সবটাই যেন স্বপ্ন। একটা সময় তার বাবা ঠিক যেমনটা চাইতেন, আজ যেন ঠিক তেমনটাই হচ্ছে তার সঙ্গে। ধারাবাহিক (Uma Serial) শুরু হওয়ার পর থেকেই একাধিক চমকে ভরপুর উমা (Uma Coming Episode) । ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে প্রায়ই বাবা তাকে লুকিয়ে লুকিয়ে সুযোগ করে দিতেন একেকটি ম্যাচ খেলার। কিন্তু কেরিয়ারের শুরুতেই বাবাকে হারাতে হয়।

Latest Videos

আরও পড়ুন- Sreelekha Mitra: 'বক্ষের দিকে তাকানো বন্ধ হলেই ব্রা ছাড়া রাস্তায় বেরোবে মহিলারা', অকপট শ্রীলেখা

আরও পড়ুন- Zee Bangla Lakkhi Kakima: প্রমোতেই বাজিমাত, এবার হল অপেক্ষার ইতি, কবে থেকে শুরু লক্ষ্মী কাকিমা

আরও পড়ুন- এবার কি সবার সামনে রিনির মুখোশ টেনে খুলতে পারবে উর্মি, নাকি হারবে আবার

বাড়ির সব কাজ করতে হবে, হয়ে উঠতে হবে বাড়ির যোগ্য বউ, এমনটাই নির্দেশ পেয়েছিলেন উমা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক উমাতে  (Zee Bangla Serial Uma)  এখন স্বপ্নপূরণ পালা, অভির হাত ধরে এক পা এক পা করে নিজের স্বপ্নের পিছনে ছুঁটে যাওয়া। কিন্তু কোন পথে মিলবে পারিবারিক স্বস্তি, তা নিয়ে বেজায় চিন্তায় উমা। সবটা বুঝে ওঠার আগেই যেন সবটাই যাচ্ছে পলকে পাল্টে। বাড়িতে ফিরতে হবে তারাতারি, উমা খেলার মাঠ থেকে ফেরার সময় গাড়ির টায়ার পামচার হয়ে গেল। এবার কি হবে! উঠাৎ উমা জানায়, সে এই কাজ পারে। শুনে চোখ কপালে অভির। জি বাংলার (Zee Bangla)  জনপ্রিয় ধারাবাহিক উমাতে (bangla Serial Uma) এখন টানটান উত্তেজনা, কীভাবে প্রতিটা পদে পদে উমা সকলকে টেক্কা (Uma Stuggle) দিয়ে সততার সঙ্গে নিজের লক্ষ্যে পা বাড়িয়েছে, তাই এখন নজর কাড়ছে দর্শকমহলের (Uma Audience)। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury