ভ্যালেন্টাইন্স ডে-তে ভালবাসা মাখানো পোস্ট শোভনের, পাল্টা জবাবে কী দিলেন স্বস্তিকা

 ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালবাসার মানুষকে  প্রেমে- আদরে ভরিয়ে দিয়েছেন। ঘড়ির কাটা রাত ১২ টা পেরোতেই  প্রেমিকা স্বস্তিকাকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন  শোভন চট্টোপাধ্যায়। মেগা  ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দও ও গায়ক শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন। প্রেমদিবসের দিন আদুরে শুভেচ্ছা পোস্ট করেই ভালবাসা উজাড় করে দিয়েছেন প্রেমিক শোভন।
 

ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মাতোয়ারা সকলেই। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে ভালবাসার দিন উদযাপন। বাঙালির ভ্যালেন্টাইন শুরু হয় সরস্বতী পুজো দিয়ে আর শেষ হয় ভ্যালেন্টাইন ডে দিয়ে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র  (Valentines Day) দিনেই প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালবাসার মানুষকে  প্রেমে- আদরে ভরিয়ে দিয়েছেন। ঘড়ির কাটা রাত ১২ টা পেরোতেই  প্রেমিকা স্বস্তিকাকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন  শোভন চট্টোপাধ্যায়। মেগা  ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দও (Swastika Dutta ) ও গায়ক শোভন চট্টোপাধ্যায়ের (Shovon Ganguly) সম্পর্ক এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন। প্রেমদিবসের দিন আদুরে শুভেচ্ছা পোস্ট করেই ভালবাসা উজাড় করে দিয়েছেন প্রেমিক শোভন।

সোশ্যাল মিডিয়ার স্বস্তিকার সঙ্গে ছবি দিয়ে কোলাজ শেয়ার করেছেন শোভন (Shovon Ganguly) । কোলাজের ব্যাকগ্রাউন্ডে বাজছে মিউজিক। নিজেদের একান্ত মুহূর্তের ছবি শেয়ার করে প্রেমিকাকে ভালবাসা দিবসের আদুরে শুভেচ্ছা দিয়েছেন শোভন। ছোট্ট রিল ভিডিও শেয়া করেই শোভন লিখেছেন, 'দিন আছে তাই শুভ প্রেম দিন'। মুহূর্তের মধ্যে ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।

Latest Videos

 

 

আরও পড়ুন-অ্যাংজাইটি অ্যাটাক হলে কী করেন মিমি, মানসিক স্বাস্থ্য নিয়ে অকপট সাংসদ-অভিনেত্রী

আরও পড়ুন-পরনে স্লিপ ড্রেস, হাতে শাখা-পলা, হানিমুনে গিয়ে শরীরী নেশায় আগুন জ্বালালেন নববধূ মৌনি

আরও পড়ুন-জাপটে ধরে ঘনিষ্ঠ আলিঙ্গন, ভ্যালেন্টাইন্স ডে-তে মালাইকাকে আদুরে চুম্বনে ভরালেন অর্জুন

 

প্রেমদিবসের  (Valentines Day) রিল ভিডিওতে (Reel Video) অনুরাগীরা অনেকেই কমেন্ট করেছেন। ঠিক তেমনই প্রেমিকের আদুরে বার্তাই কমেন্ট করতে ভোলেননি  স্বস্তিকা। রিল ভিডিওতে আদুরে কমেন্ট করে স্বস্তিকা লেখেন, 'মার খাবি?' এর পাশাপাশিই ভালবাসার ইমোজি জুড়ে দিয়েছেন। পুরো বিষয়টাই যে মজার ছলে করেছেন তা কমেন্টেই ধরা পড়েছে। (Shovon Ganguly)  শোভন ও স্বস্তিকার (Swastika Dutta ) সোশ্যাল মিডিয়া পিডিএ-আগাগোরাই নজর কাড়ে অনুরাগীদের। শোভনের সঙ্গেও তার প্রেমের শুরু বন্ধুত্ব দিয়ে। স্বস্তিকা আরও বলেন, আলাদা করে প্রেম নিবেদনে আমি বিশ্বাসী নই। ভাল লাগার কথা অনেকেই বলেছে। কিন্তু আমি মনে করি বিয়ের প্রস্তাব দেওয়াটাই আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেম নিবেদন। তবে তুমি কি আমার প্রেমিকা হবে এর থেকে তুমি কি আমাকে বিয়ে করবে এটা শুনতে বেশি ভাল লাগে। ২০২২ -এর শুভারম্ভে কলকাতা ছেড়ে সাগরপাড়ে একে অপরের কাছাকাছি এসেছিলেন শোভন ওস্বস্তিকা। ২০২২ এর নতুন সূর্যকে সাক্ষী রেখে পথচলা শুরু করেছেন টলিপাড়ার এই কাপল । লুকোছাপা-রাখঢাক এসব এখন অতীত। এক বছরের বেশি সময় ধরে  জমে উঠেছে প্রেম। টলিপাড়ার  নায়ক-নায়িকাদের ইনস্টা-স্টোরিতেই  প্রকাশ পাচ্ছে ব্যক্তিগত একান্ত মুহূর্তগুলি। একে অপরকে ভালবাসার কথা স্বীকার করে নিয়েছেন সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্য়ায় এবং স্বস্তিকা দত্ত। ২০২০-র শেষের দিক থেকেই তাদের প্রেম চর্চায় ছিল সোশ্যাল মিডিয়ায়। ভালবাসার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল টলিপাড়ার অলিতে -গলিতে।  তবে প্রেম নয়, ভাল বন্ধু বলেই একে অপরকে দাবি করেছিলেন তারা । কিন্তু নেটিজেনরা তা মানতে নারাজ ছিল। টলিপাড়ার পরিচিত মুখ শোভন গাঙ্গুলির সঙ্গে ভালবাসার বন্ধনে বাঁধা পড়েছেন স্বস্তিকা। সময় যত এগোচ্ছে ততই যেন গাঢ় হচ্ছে তাদের প্রেম। ভ্যালেন্টাইন্স ডে-র দিন ভালবাসা মাখানো পোস্টে ফের নজর কেড়েছেন টলিপাড়ার চর্চিত জুটি।

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন