সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নির্মলা মিশ্র, অবস্থা গুরুতর

  • আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান জনপ্রিয় গায়িকা নির্মলা মিশ্র
  • দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গায়িকা
  • পরিস্থিতি গুরুতর দেখেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
  • মূলত বার্ধক্যজনিত কারণেই তার শারীরিক অবস্থা সঙ্কটজনক

Asianet News Bangla | Published : Jul 20, 2020 8:21 AM IST / Updated: Jul 20 2020, 01:53 PM IST

ফের আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান জনপ্রিয় গায়িকা নির্মলা মিশ্র। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গায়িকা। গতকাল রাতেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন নির্মলা। পরিস্থিতি গুরুতর দেখেই তারপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন-'লক্ষ্মীর পাঁচালির আদলে ইলেকট্রিক পাঁচালি', আকাশছোঁয়া বিল নিয়ে প্রতিবাদী সুর রুদ্রনীলের গলায়...

তবে এবারই প্রথম নয়, ২০১৮ সালের মাঝামাধি সময়েও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে জল জমার কারণে গায়িকার শারীরিক পরিস্থিতিও খারাপ ছিল। বর্তমানে তার বয়স হয়েছে ৮২ বছর। মূলত বার্ধক্যজনিত কারণেই তার শারীরিক অবস্থা সঙ্কটজনক।এর আগেও তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখনও তার পাশে দাঁড়িয়েছিলেন রাজ্য সরকার। গানই যেন ছিল তার ওষুধ। 

আরও পড়ুন-প্রয়াত 'বুলবুল' খ্যাত অভিনেতা, মৃত্যুর ভুঁয়ো খবরে মুখ খুললেন অবিনাশ...

৫০ বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন সঙ্গীতজগতে। বাংলার স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় এক নাম।ষাট-সত্তরের দশকের জনপ্রিয় গায়িকা এতটাই জনপ্রিয় ছিলেন যে ওড়িষার ছবির লতা মঙ্গেশকরও বলা হতো তাকে। তার বিখ্যাত গান এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না-আজও এই গানটি জনপ্রিয়তার শীর্ষে। এছাড়াও তার একাধিক গান বাঙালির মননে আজও জনপ্রিয়। একের পর এক বাংলা ও আধুনিক গান করে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। 

Share this article
click me!