লকডাউন না মানলেই তোলা হবে অ্যাম্বুলেন্সে, ভিডিও শেয়ার করলেন বিক্রম

  • লকডাউন না মেনে বাইক, গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে পড়া।
  • তাদের জন্য কড়া পদক্ষেপ নিল পুলিশ।
  • ভিডিও শেয়ার করে সতর্কতার বার্তা দিলেন বিক্রম।

Adrika Das | Published : Apr 24, 2020 6:30 PM IST / Updated: Apr 25 2020, 04:26 AM IST

লকডাউন না মানলেই সোজা পুড়ে ফেল অ্যাম্বুলেন্সে। যা হবে দেখা যাবে। এমনই পন্থা বেছে নিয়েছে তামিলনাড়ুর পুলিশ। সম্প্রতি এই ভিডিও এখন শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই ভিডিও।

আরও পড়ুনঃপ্রসেনজিৎ-সলমন-আমির, লকডাউনের মাঝেই একই ফ্রেমে তিন সুপারস্টার

যেখানে লকডাউন না মানলেই তাদের অ্যাম্বুলেন্সে পুড়ে ফেলছে পুলিশ। অ্যাম্বুলেন্সে রাখা করোনা রোগীর একটি ডামি। যা দেখে ভয়েতে অ্যাম্বুলেন্সের মধ্যে লাফালাফি করে তাণ্ডব করে চলেছে তারা।  ডামিকে আসল করোনা রোগী ভেবে, গাড়ির ছোট জানলা থেকে লাফ মারার চেষ্টা করছে লোকগুলি। এভাবেই শাস্তি দেওয়া হবে বলে ঠিক করেছে তামিলনাড়ু আইনি ব্যবস্থা। যারা এখনও লকডাউনকে গুরুত্ব দিচ্ছে না, তারা এই ভিডিওটি দেখলে আশা করি ভয় পাবে। এখনও ভুল সুধরে নেওয়ার সময় আছে। একই বার্তা দেওয়ার চেষ্টা করে চলেছেন বিক্রম। 

আরও পড়ুনঃলকডাউনেও মহেশ বাবুর বিশেষ হেড মাসাজ, পোস্ট করলেন নম্রতা

প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!