প্রয়াত তারকাদের শেষ সম্মানে টলিউডের নয়া উদ্যোগ, 'তারাদের শেষ তর্পণ'-এ থাকছে ভিন্ন চমক

Published : Aug 29, 2020, 10:56 PM IST
প্রয়াত তারকাদের শেষ সম্মানে টলিউডের নয়া উদ্যোগ, 'তারাদের শেষ তর্পণ'-এ থাকছে ভিন্ন চমক

সংক্ষিপ্ত

গান, গল্পে, কথায় মন ভাসবে আকাশের তারায় সেই তারাদের জগৎ, যেখানে ভেসে গিয়েছে বহু নক্ষত্র তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানাতে আসছে 'তারাদের শেষ তর্পণ' ওয়েব সিরিজের হাত ধরেই দর্শক ভাসবে নস্টালজিয়ায় 

ওয়েব সিরিজের মাধ্যমে ফের দর্শকরা ফিরে পারে হারিয়ে যাওয়া তারকাদের। হইচই ওয়েব প্ল্যাটফর্মে আসছে 'তারাদের শেষ তর্পণ'। এসভিএফ এবং উইন্ডোজ প্রোডাকশন, দুই প্রযোজনা সংস্থা হাত মিলিয়ে পাড়ি দেবে তারাদের জগতে। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়, কেবল বিনোদন জগতই নয়, খেলা, গানের জগৎ থেকেই প্রয়াত হয়েছেন বহু তারকা। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই তৈরি হচ্ছে এই 'তারাদের শেষ তর্পণ'। 

আরও পড়ুনঃ'এই বছরটা আর সহ্য করতে পারছি না', মৃত্যুমিছিলে হতাশ অঙ্কুশ

সাংবাদিক গৌতম ভট্টাচার্যের 'তারাদের শেষ চিঠি'র অনুপ্রেরণায় তৈরি হচ্ছে এই কাজ। সঞ্চালনার দিয়াত্বে থাকছেন শিবপ্রসাদ নিজেই। সুশান্ত সিং রাজপুত, ঋতুপর্ণ ঘোষ, তাপস পাল, চুণী গোস্বামী, পি কে বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, মহুয়া লাহিড়ী-সহ অনেকের প্রতি শেষ সম্মান জানানো হবে। তাঁদের স্মৃতিকথা পর্দায় ভেসে উঠবে সৌমিত্র চট্টোরাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, শতাব্দী রায়ের হাত ধরে। 

আরও পড়ুনঃসুশান্তের শরীরে আঘাতের চিহ্ন, গলায় ১৫-২০টি কীসের দাগ, বিস্ফোরক কুপার হাসপাতালের কর্মী

আরও পড়ুনঃসিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা, সিবিআই-এর চড় রিয়াকে, টুইটে জল্পনা তুঙ্গে

থাকছেন সুব্রত ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মত ব্যক্তিত্ব। এক একটি পর্বে ভেসে উঠবে এক একজনের স্মতিকথা। সিরিজটির পরিচালনার দায়িত্বে থাকছেন অরিত্র মুখোপাধ্যায়। প্রত্যেক তারকাদের বাড়িতে সমস্ত নিয়মাবলী মেনেই চলছে শ্যুটিং। ইতিমধ্যেই কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। মহালায় আসছে  'তারাদের শেষ তর্পণ'।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে