রাগের মাথায় কখনও কিছু বলতে নেই, সোশ্যাল মিডিয়ায় নিজের ‘তথাস্তু ভগবান’-এর খোঁজ দিলেন কোয়েল মল্লিক

Published : Aug 08, 2021, 01:16 PM IST
রাগের মাথায় কখনও  কিছু বলতে নেই, সোশ্যাল মিডিয়ায় নিজের ‘তথাস্তু ভগবান’-এর খোঁজ দিলেন কোয়েল মল্লিক

সংক্ষিপ্ত

সম্প্রতি কোয়েল তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। নিজের ছোটবেলার দুর্গা পুজোর স্মৃতি নিয়েই এই ভিডিওতে কথা বলতে দেখা গেলো অভিনেত্রীকে।

দুর্গা পুজোর আর খুব বেশিদিন বাকি নেই বললেই চলে। ইতিমধ্যেই দিন গুনতে শুরু করে দিয়েছেন অনেকেই। এরই মধ্যে নিজের ছোটবেলার দুর্গা পুজোর গল্প শোনালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর কাছে দুর্গা পুজো মানেই ঠাকুরের কাছে অনেক প্রার্থনা এবং ইচ্ছেপূরণের দিন। এর পাশাপাশি অভিনেত্রী এও জানিয়েছেন তাঁর কাছে দুর্গা পুজো মানেই ‘তথাস্ত ভগবান’। 

সম্প্রতি কোয়েল তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। নিজের ছোটবেলার দুর্গা পুজোর স্মৃতি নিয়েই এই ভিডিওতে কথা বলতে দেখা গেলো অভিনেত্রীকে। তিনি জানান তাঁর কাছে দুর্গা পুজো মানেই ‘তথাস্ত ভগবান’। ভিডিওতে কোয়েল জানান, ছোটবেলা থেকে তিনি রামায়ণ এবং মহাভারত দেখে বড় হয়েছেন। ওই ধারাবাহিকে তিনি দেখতেন ভগবানের কাছে প্রার্থনা করলেই তাঁরা হাত তুলে ‘তথাস্ত’ বলতেন। সেই থেকেই অভিনেত্রীর মনে হয়েছিলো সত্যি ‘তথাস্ত’ ভগবান বলে কেউ আছেন। তাই তিনিও পুজোর আগে তাঁর চাওয়া পাওয়ার এক লম্বা ফর্দ বানাতেন ‘তথাস্ত ভগবানের’ জন্য। 

 

 

কোয়েলের মতে একবার নাকি তাঁর একটি ইচ্ছে পূরণ করেছিলেন ‘তথাস্ত ভগবান’। একবার স্কুলে এক শিক্ষিকার কাছে খুব বোকা খেয়েছিলেন অভিনেত্রী। তারপরেই ওই শিক্ষিকার নামে তাঁর ‘তথাস্ত’ ভগবানকে কিছু জানান কোয়েল। এরপরই নাকি ওই শিক্ষিকা গুরুতর অসুস্থ হয়ে পরেন। তবে সেই সময় অভিনেত্রীর খারাপ লেগেছিল। তারপর থেকেই তিনি মনে করেন, রাগের মাথায় কখনও কারও নামে কিছু বলতে নেই। অনেক সময় এর ফল গুরুতর হতে পারে বলে ধারণা কোয়েলের।

  
 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা