সম্প্রতি জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'গৌরি এলো'। ধারাবাহিকের প্রোমো থেকে জানা গেছে, পারিবারিক এবং সম্পর্কের গল্প বলবে এই মেগা ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন, দুর্গা দুর্গেশ্বরী খ্যাত বিশ্বরূপ চট্টোপাধ্যায়। এবং নবগতা মোহনা মাইতি। স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় ক্রেজি আইডিয়াস মিডিয়াজ-এর প্রযোজনায় আসতে চলেছে মেগা সিরিয়াল 'গৌরি এলো' ( Gouri Elo)। পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও এই ধারাবাহিক দিয়ে হাত পাকাতে চলেছেন স্বর্ণেন্দু সমাদ্দার।
চলতি বছরের শুরুতেই একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলা জনপ্রিয় মেগা সিরিয়ালকে বলে বলে গোল দিচ্ছে নতুন ধারাবাহিক। মেগা ধারাবাহিকের গল্পে যেমন আসছে নতুন ট্যুইস্ট, তেমনই পাল্টে যাচ্ছে সম্প্রচারের সময়ও। এককথায় বলতে গেলে ধারাবাহিকে শুরু হয়েছে জমজমাট টক্কর। ২০২২ সালে শুরু হওয়া নতুন ধারবাহিক রীতিমতো ছক্কা হাঁকাচ্ছে টিআরপি-র তালিকায়। বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে টিআরপি (TRP Rating) তালিকা। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করতে পারল না ধারাবাহিক 'মিঠাই' (Mithai) । আপাতত মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছে বাংলার দর্শক। আর তাই তো টিআরপি তালিকায় এখন রাজত্ব জমিয়েছে 'গাটছড়া'।
সম্প্রতি জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'গৌরি এলো' (Gouri Elo)। ধারাবাহিকের প্রোমো থেকে জানা গেছে, পারিবারিক এবং সম্পর্কের গল্প বলবে এই মেগা ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন, দুর্গা দুর্গেশ্বরী খ্যাত বিশ্বরূপ চট্টোপাধ্যায়। এবং নবগতা মোহনা মাইতি। স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় ক্রেজি আইডিয়াস মিডিয়াজ-এর প্রযোজনায় আসতে চলেছে মেগা সিরিয়াল 'গৌরি এলো' ( Gouri Elo)। পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও এই ধারাবাহিক দিয়ে হাত পাকাতে চলেছেন স্বর্ণেন্দু সমাদ্দার।
ধারাবাহিকের নায়িকা মোহনা পেশায় একজন নৃত্যশিল্পী। ডান্স বাংলা ডান্স-এ তার নাচের পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে। এবার ধারাবাহিক দিয়ে অভিনয়ের কেরিয়ারে হাতেখড়ি হতে চলেছে মোহনার। নতুন ধারাবাহিকে তাকে দেখার পর থেকেই দর্শকদের প্রত্যাশা কয়েকগুণ বেড়ে গিয়েছে। কেমন চরিত্রে দেখা যাবে গৌরীকে। জানা যাচ্ছে আর পাঁচটা মেয়ের থেকে গৌরী একটু আলাদা। রটন্তী কালী পুজোর রাতে দাদু রঘুনাথ পুরোহিত চোখের সামনে একটা গোটা বাসকে দুর্ঘটনায় পুড়ে যেতে দেখেন। সেই দুর্ঘটনায় একটি সদ্যোজাত শিশু বেঁচে যায়। তখন সেই শিশুকে উদ্ধার করে বৌমা সুজাতার হাতে তুলে দেন। সেদিন দুজনেই গৌরীর মায়াভরা মুখ দেখে চোখের পলক ফেলতে পারেননি। তবে বাবা নিবারণ এখনও গৌরীকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারেননি।
আরও পড়ুন-গলায় জ্বলজ্বল করছে 'লাভ বাইট', মিথ্যে বলে ক্ষোভ উগরে দিলেন উর্বশী
আরও পড়ুন-'মাত্র ১৪ বছরে রণবীরকে প্রথম দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম', প্রেমের কেচ্ছা ফাঁস আলিয়ার
আরও পড়ুন-বক্ষযুগল চেপে ধরেই নিতম্বে নোংরা স্পর্শ, একাধিকবার শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এই তারকারা
স্বভাবে চঞ্চল হলেও রোজ সকালে দাদুর সঙ্গে গান গেয়ে মা কালীকে ঘুম থেকে তোলো গৌরী (Gouri Elo) । গ্রামের লোকেদের বিপদও ঝাঁপিয়ে পড়ে এই মেয়ে। তাই গ্রামেই শুধু নয় পাশাপাশি গ্রামেও গৌরীকে সকলে চেনে। আর গৌরীর গলায় গান যে একবার শোনে সে আর ভুলতে পারে না। অন্যদিকে মুখার্জি বাড়ি পরিচিত তাদের গ্রহ-রত্নের ব্যবসার জন্য। ঘোমটা কালীর মন্দির প্রতিষ্ঠিত রয়েছে মুখার্জিদের বাড়িতে। কথায় আছে যেদিন মা পার্বতী ও মহাদেবের অংশের মিলন হবে ঠিক সেদিনই মায়ের মুখের ঘোমটা সরে যাবে। মুখার্জি বাড়ির ছেলে হল ঈশান। ঘটনাচক্রে একদিন ঈশান ও গৌরী কাছাকাছি চলে আসে আর ঠিক সেইসময়েই মায়ের ঘোমটা খুলে যায়। তবে কি এরাই পার্বতী এবং মহাদেবের অংশ। কী টুইস্ট আসতে চলেছে ধর্মপ্রাণ গৌরী ও আধুনিক চিন্তাভাবনায় বিশ্বাসী ঈশানের জীবনে। তা জানতে হলে ২৮ শে ফেব্রুয়ারি সন্ধ্যে ৭.৩০ টায় চোখ রাখুন জি-বাংলার পর্দায়। ধারাবাহিকে বিশ্বরূপ ও মোহনা ছাড়াও টলিপাড়ার একঝাঁক তারকারা রয়েছেন। ঋতুপর্ণা সেন, চান্দ্রেয়ী ঘোষ, ভাস্বর চট্টোপাধ্যায়। দ্বৈপায়ন দাস, মৌসুমী সাহা ও আরও অনেকে।