অক্ষয়ের পরই ইউনিটের ৪৫ জন করোনা পজিটিভ, তড়িঘড়ি বন্ধ রামসেতু ছবির শ্যুট, হাসপাতালে অক্কি

Published : Apr 05, 2021, 11:39 AM IST
অক্ষয়ের পরই ইউনিটের ৪৫ জন করোনা পজিটিভ, তড়িঘড়ি বন্ধ রামসেতু ছবির শ্যুট, হাসপাতালে অক্কি

সংক্ষিপ্ত

করোনার কোপে এবার রামসেতু ইউনিট  সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার  ভর্তি করা হল হাসপাতালে বন্ধ করা হল ছবির শ্যুটিং

ক্রমেই অবস্থার অবনতী ঘটছে মহারাষ্ট্রে, হু-হু করে বাড়ছে করোনার কোপ। তার জেরেই একের পর এক তারকা হচ্ছে করোনায় আক্রান্ত। ঝড়ের বেগে বাড়ছে সংক্রমণ। এমনই পরিস্থিতিতে ভয়াবহ আকার ধারণ করেছে বলিউড। সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই শেয়ার করেছেন অভিনেতা। চলছিল রামসেতু ছবির শ্যুট। 

আরও পড়ুন- ১০০ টিকার ব্যবস্থা করলেন ঋতাভরী, সংকটকালে প্রবীণ দুস্থদের নিজে দাঁড়িয়ে থেকে করালেন টিকাকরণ

এমনই পরিস্থিতিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অক্কি। সোমবার ভোরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা হওয়ার খবর নিজেই শেয়ার করেছিলেন অভিনেতা। পাশাপাশি জানিয়েছিলেন য়াঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন করোনা টেস্ট করিয়ে নেয়। এরপরই সেটে থাকা ৭৫  জনের করোনা টেস্ট করানো হয়েছিল। তার মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ হয়েছে। 

এই পরিস্থিতিতে তড়িঘড়ি শ্যুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল ইউনিটের তরফ থেকে। অন্যদিকে আবারও লকডাউনের জেরে পিছিয়ে যাচ্ছে একের পর এক ছবির মুক্তি। কমেছে সিনেমাহলে সিটের সংখ্যা। এমনই অবস্থায় ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিটাউনে। যা মুহূর্তে ভাবিয়ে তুলছে বিভিন্ন কলাকুশলিদের। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?