ক্রমেই অবস্থার অবনতী ঘটছে মহারাষ্ট্রে, হু-হু করে বাড়ছে করোনার কোপ। তার জেরেই একের পর এক তারকা হচ্ছে করোনায় আক্রান্ত। ঝড়ের বেগে বাড়ছে সংক্রমণ। এমনই পরিস্থিতিতে ভয়াবহ আকার ধারণ করেছে বলিউড। সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই শেয়ার করেছেন অভিনেতা। চলছিল রামসেতু ছবির শ্যুট।
এমনই পরিস্থিতিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অক্কি। সোমবার ভোরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা হওয়ার খবর নিজেই শেয়ার করেছিলেন অভিনেতা। পাশাপাশি জানিয়েছিলেন য়াঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন করোনা টেস্ট করিয়ে নেয়। এরপরই সেটে থাকা ৭৫ জনের করোনা টেস্ট করানো হয়েছিল। তার মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ হয়েছে।
এই পরিস্থিতিতে তড়িঘড়ি শ্যুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল ইউনিটের তরফ থেকে। অন্যদিকে আবারও লকডাউনের জেরে পিছিয়ে যাচ্ছে একের পর এক ছবির মুক্তি। কমেছে সিনেমাহলে সিটের সংখ্যা। এমনই অবস্থায় ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিটাউনে। যা মুহূর্তে ভাবিয়ে তুলছে বিভিন্ন কলাকুশলিদের।