মন্নত উড়িয়ে দেওয়ার উড়ো ফোন, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার যুবক

মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে এই ফোন আসা মাত্রই তা ট্রেস করার কাজ শুরু হয়। পাশাপাশি উল্লিখিত জায়গাতে বাড়িয়ে তোলা হয় সিকিউরিটি। অবশেষে সেই ব্যক্তিকে মধ্যপ্রদেশের জবলপুর থেকে আটক করা হয়। 

শাহরুখ খানের (Shah Rukh Khan Banglow Mannat) বাড়ি হোক বা কোনও পাবলিক জায়গা, উড়ো ফোনে তা উড়িয়ে দেওয়ার হুমকি আসা মানেই এক কথায় ভয়ানক পরিস্থিতি, সেই জায়গার সুরক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাণ রক্ষা, ফোন কল কোথা থেকে এসেছে তা বার করে আনা, অভিযুক্তকে পাকরাও থেকে শুরু করে সতর্কতা, সবটা মিলিয়ে যাকে বলে ভয়ানক পরিস্থিতি, সম্প্রতি এমনই একের পর এক উড়ো ফোন আসতে শুরু করে মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে। ৬ জানুয়ারি একটি উড়ো আসে মুম্বই পুলিশের কাছে, সেখানেই এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি জানান, যে ছত্রপতী শিবাজি টারমিনা, কারলা রেল স্টেশন, শাহরুখ খানের বাংলোর কাছে (Mannat) ও খারঘরের গুরুদ্বয়ারার কাছে বম্বাতঙ্ক। 

মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে (Mumbai Police Control Room) এই ফোন আসা মাত্রই তা ট্রেস করার কাজ শুরু হয়। পাশাপাশি উল্লিখিত জায়গাতে বাড়িয়ে তোলা হয় সিকিউরিটি। অবশেষে সেই ব্যক্তিকে মধ্যপ্রদেশের জবলপুর থেকে আটক করা হয়। নাম জিতেশ ঠাকুর (Jitesh Thakur) , বয়স ৩৫, ফোন নম্বর থেকে পাওয়া যায় সেই ব্যক্তির লোকেশন, তাঁকে আটক করে জবলপুর সুপারিন্টেন্ডেন্ট জানান, এই যুবক বেকার ও মদ্যপানে আশক্ত। তাঁরই ফোন থেকে এই হুমকি দেওয়া হয়েছিল। মুম্বই পুলিশের বয়ান অনুযায়ী নিউক্লয়র বোম্ব অ্যাটাকের হুমকি মিলেছিল। ফোন পাওয়ার পর থেকেই তড়িঘড়ি মাঠে নেমে পড়েছিল মুম্বই পুলিশ। কিন্তু কোথাও তেমন কোনও সন্দেহের লক্ষ্যণ তাঁদের চোখে পড়েনি। এরপর থেকেই শুরু হল তল্লাসি। ১০০ নম্বর ডায়েল করে পুলিশকে বিব্রত করার ঘটনা এই প্রথম নয়, তবে এই ফোনগুলো উড়িয়ে দেওয়া যায় নাা সুরক্ষা ও দ্বায়িত্বের কথা মাথায় রেখে। শনিবারই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ও তাঁকে নির্দিষ্ট থানায় নিয়ে গেলে সেখানে গ্রেফতার করা হয়। 

Latest Videos

আরও পড়ুন- Deepika Padukone On COVID 19: মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিকবার সরব দীপিকা

আরও পড়ুন- KATRINA-VICKY RELATION: বিটাউনের অলক্ষ্যে বন্ধুর বাড়িতেই বাড়ছিল সম্পর্ক, ভিক্যাটের গোপন ফান্ডা ফাঁস

এই ফোনের খবর পাওয়া মাত্রই সতর্কতার দিকে নজর দেওয়া হয়, মুম্বইয়ে মাঝে মধ্যেই এমন হুমকির ফোন আসাটা নতুন নয়, তবে সতর্কতা জোরদার করে তোলা ও এই ধরনের ফোনের পেছনে থাকা ব্যক্তিদের যথা সময় আটক করাটাি হয়ে ওঠে এক এক সময় চ্যালেঞ্জিং, তবে এবার মুম্বই পুলিশ যথা সময় ব্যবস্থা নিয়ে গ্রেফতার করেছে অভিযুক্তকে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today