বহু প্রতীক্ষিত 'কাহানি' প্রকাশ্যে আনলেন আমির খান, কতটা মন জয় করল ভক্তদের

Published : Apr 28, 2022, 11:26 AM ISTUpdated : Apr 29, 2022, 12:17 PM IST
বহু প্রতীক্ষিত 'কাহানি' প্রকাশ্যে আনলেন আমির খান, কতটা মন জয় করল ভক্তদের

সংক্ষিপ্ত

 'লাল সিং চাড্ডা' নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। মুক্তির দিন গুনতে শুরু করে দিয়েছেন ভক্তরা। চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পাবে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এবং গ্ল্যাম কুইন করিনার 'লাল সিং চাড্ডা' । এবার সিনেমা মুক্তির আগেই বহু প্রতীক্ষিত ' কাহানি' নিয়ে হাজির হলেন আমির খান। গত সপ্তাহেই আমির খান জানিয়েছিলেন তিনি বৃহস্পতিবার সকলকে নতুন কাহানি শোনাবেন। গতকালও তার একটি ছোট্ট টিজার ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা। ভিডিওতে দেখা গেছে, পিয়ানো বাজাচ্ছেন আমির। এবং পিয়ানো বাজাতে বাজাতেই ভক্তদের কাহানি-র কথা মনে করিয়ে দিচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

 'লাল সিং চাড্ডা' নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। মুক্তির দিন গুনতে শুরু করে দিয়েছেন ভক্তরা। চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পাবে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এবং গ্ল্যাম কুইন করিনার 'লাল সিং চাড্ডা' । এবার সিনেমা মুক্তির আগেই বহু প্রতীক্ষিত ' কাহানি' নিয়ে হাজির হলেন আমির খান। গত সপ্তাহেই আমির খান জানিয়েছিলেন তিনি বৃহস্পতিবার সকলকে নতুন কাহানি শোনাবেন। গতকালও তার একটি ছোট্ট টিজার ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা। ভিডিওতে দেখা গেছে, পিয়ানো বাজাচ্ছেন আমির। এবং পিয়ানো বাজাতে বাজাতেই ভক্তদের কাহানি-র কথা মনে করিয়ে দিচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

আমির জানিয়েছিলেন, একটি এফএম চ্যানেলে গিয়েই কাহানি শোনাবেন আমির খান। সেই কথামতোই আমির হাজির হলেন  ' কাহানি'  নিয়ে।  'লাল সিং চাড্ডা'-র প্রথম গান ' কাহানি'  এবার প্রকাশ্যে আনলেন আমির খান। তবে গান মুক্তি পেলেও ছবির মিউজিক ভিডিও নয়, বরং গানের লিরিক্যাল ভিডিও মুক্তি পেয়েছে। সুরকার ও গায়ক প্রীতমের সুরে গানটি গেয়েছেন মোহন কান্নন। গায়ের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। এখনও প্রকাশ্যে আসেনি 'লাল সিং চাড্ডা'-র  ট্রেলার। ছবি  মুক্তি পেতেই এখন বেশ কয়েকমাস বাকি। তার আগেই অভিনব কায়দায় ছবির প্রচার শুরু করে দিলেন  বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবির প্রচারেও যে বড় চমক আনতে চলেছেন আমির খান, তা কাহানি-তেই স্পষ্ট।

 

 

দীর্ঘ ১০ বছর বাদে আবারও একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এবং গ্ল্যাম কুইন বেবো। 'থ্রি ইডিয়টস'-এর পর ফের একসঙ্গে দেখা যাবে আমির খান এবং করিনা কাপুর খানকে।  সেরা অস্কার জয়ী 'ফরেস্ট গাম্প'-এর রিমেক তৈরি করছেন আমির খান। আর তারই নাম দিয়েছেন  'লাল সিং চাড্ডা'। ছবিটির প্রযোজনা করছেন আমির নিজেই। একদিকে প্রযোজনা তার পাশাপাশি অভিনয় দুটোকেই বেশ দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন তিনি।  

 

 

শেষবারের মতোন ২০১৮ সালে 'ঠগস অব হিন্দুস্তান'-এ দেখা গিয়েছিল আমির খানকে। সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই এবার যেন একটু বেশিই সতর্ক আমির খান।  সেই কারণেই শুরু থেকেই একটু অন্যরকম ভাবে 'লাল সিং চাড্ডা'র প্রোমোশন শুরু করতে চাইছেন আমির খান। ছবি নিয়ে ইতিমধ্যেই টানটান উত্তেজনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। আমির খান ও করিনা কাপুরকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন-ছিঃ ছিঃ! পর্ন সাইটে কী করছেন উরফি জাভেদ? ছবি দেখেই যৌনকর্মীর তকমা দিলেন নেটিজেনরা

আরও পড়ুন-'বাথরুমে ঢুকেই হাউ হাউ করে কাঁদতাম', ভাঙা প্রেম নিয়ে মুখ খুললেন টলি ডিভা শুভশ্রী

আরও পড়ুন-ব্রা-খুলে আয়নার সামনে দাঁড়িয়ে মিরর সেলফিতে সুপার হট মালাইকা, লাস্যে ভরা শরীরে বুঁদ ভক্তরা

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত