পিছিয়ে গেল 'লাল সিং চাড্ডা'-র মুক্তি, নতুন দিন ঘোষণা

জানা গিয়েছিল ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু সদ্যই আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির মুক্তির দিন ফের পিছিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নতুন মুক্তির দিনেরও ঘোষণা হয়েছে।

আবারও পিছিয়ে গেল বহু প্রতীক্ষিত 'লাল সিং চাড্ডা' (Lal Singh Chaddha) ছবির মুক্তির দিন। এই নিয়ে তৃতীয়বার এই ছবির মুক্তির দিন পিছিয়ে গেল। এর আগে জানা গিয়েছিল ১ বৈশাখে মুক্তি পাবে আমির খান (Aamir Khan) ও করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) অভিনীত ছবি 'লাল সিং চাড্ডা'। জানা গিয়েছিল ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু, আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ১৪ এপ্রিল নয়, এই ছবি মুক্তি পাবে ১১ অগাস্ট। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেই এই ছবির মুক্তির দিন ফের পিছিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে। 

এদিন আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, 'পরিকল্পনা মতো 'লাল সিং চাড্ডা' ছবি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে না। কারণ, আমরা সঠিক সময়ে ছবির কাজ শেষ করতে পারিনি। ছবিটি আগামী ১১ অগাস্ট বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পাশাপাশি আমরা শ্রী ভূষণ কুমার (Bhushan Kumar), টি সিরিজ (T Series), ওম রাউত (Om Raut) এবং 'আদিপুরুষ' (Adipurush) ছবির গোটা টিমকে হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ওঁদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সহায়তা করার জন্য এবং সঠিক বোঝাপড়ার জন্য। প্রভাস, সেফ আলি খান, কৃতী শ্যানন, অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'-এর মুক্তির দিন বদল করার জন্য তাঁদের অনেক ধন্যবাদ। এবার আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে পারে 'লাল সিং চাড্ডা'। জানা যাচ্ছে, ছবির নতুন মুক্তির দিন ঘোষণার কিছুক্ষণ আগেই টি সিরিজের অফিসের বাইরে দেখা যায় আমির খানকে। 

Latest Videos

আরও পড়ুন- কেবল আলিয়া নয়, রণবীরের এই বদ-অভ্যাসের কথা ফাঁস করেছিলেন অনুষ্কাও

আরও পড়ুন- রোম্যান্টিক গানে এবার ভাইরাল গাঙ্গু লাভস্টোরি, শ্রেয়া ঘোষাল ম্যাজিক আরও একবার

কিছুদিন আগেই করিনা কাপুর খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা' ছবির পোস্টার শেয়ার করে জানিয়েছিলেন যে, ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা বদলে ১ বৈশাখে মুক্তি পেতে চলেছে। আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। কিছুদিন আগেই লাদাখে ছবির শ্যুটিং করার সময় আমির খান এবং কিরণ রাওয়ের সঙ্গে তিনি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। 'লাল সিং চাড্ডা' ছবি দিয়ে দীর্ঘদিন বাদ রুপোলি পর্দায় ফিরতে চলেছেন আমির খান। অন্যদিকে, করিনার হাতেও রয়েছে একাধিক ছবির কাজ। 

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' জ্বরে কাবু গোটা বিশ্ব, এই ট্রেন্ডে গা ভাসাল সৃজিত-মিথিলার মেয়ে আইরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল