
কার্গিলে শুটিং সেটেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত আশিকি স্টার রাহুল রায়। কার্গিলে অত্যাধিক ঠান্ডার কারণেই তিনি ব্রেন স্ট্রোকের শিকার হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকেরা। তড়িঘড়ি করে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের ভর্তি করা হয়েছে অভিনেতাকে। বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন রাহুল। তবে আগের চেয়ে অনেকটাই ভাল আছেন অভিনেতা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।
সূত্রের খবর 'LAC-লিভ দ্য ব্যাটল' নামে ছবির শুটিং করছিলেন রাহুল রায়। কার্গিলের অতিরিক্ত ঠান্ডার জন্যই মস্তিষ্কে শুরু হয় আচমকা রক্তক্ষরণ। তারপরই সেখান থেকে অভিনেতাকে শ্রীনগর আনা হয়, এবং সেখান থেকে মুম্বই। অভিনেতার করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।
সালটা ১৯৯০। মহেশ ভাট পরিচালিত 'আশিকি' ছবিতেই বলিউডে পা রাখেনে রাহুল রায়। ছবিটি সে সময়েই সুপারহিটেরও তকমা পেয়েছিল। আজও ছবির গান সকলের মুখে মুখে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন বলিউড তথা গোটা ভক্তকূল। বেশ কিছুটা সময় বড় পর্দা থেকে সরে গিয়েছিলেন রাহুল। তবে সেটা যে সম্পূর্ণ নিজের ইচ্ছায় তাও জানিয়েছিলেন অভিনেতা। ২০১৭ সালে বিজেপি-তে যোগ দেন অভিনেতা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।