
করোনা প্রকোপের মাঝেও বলিউডে খুশির খবর। বাবা হলেন অভিনেতা আফতাব শিবদসানি। কন্যাসন্তানের জন্ম দিলেন স্ত্রী নীন দোসাঞ্জ। সোশ্যাল মিডিয়ায় খুশির খবরটি প্রকাশ্যে আনলেন অভিনেতা। মেয়ের পায়ের সঙ্গে ছবি তুলেছেন তাঁরা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আফতাব।
লিখেছেন, "স্বর্গের এক টুকরো ছোঁয়া পৃথিবীতে এসে পড়ল। ঐশ্বরের আশীর্বাদ নিয়ে আমি এবং নীন আমাদের কন্যাসন্তান জন্ম নিয়েছে। আমরা অত্যন্ত গর্ববোধ করছি। এখন আমাদের পরিবার সম্পূর্ণ হল। দুই থেকে তিন হলাম আমরা।" লকডাউনের মধ্যে এই খুশির খবরের অপেক্ষায় দিনরাত বসে থাকতেন আফতাব এবং তাঁর স্ত্রী।
আরও পড়ুনঃকরোনামুক্ত টলিউডের 'মল্লিক' পরিবার, কোয়েলের টুইটে স্বস্তি ভক্তমহলে
মেয়ের নাম অবশ্য এখনও প্রকাশ্যে আনেননি আফতাব। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের সঙ্গে নীন এবং তিনি হাতের জেশচারে তুলেছেন সেই ছবি। একের পর এক শুভেচ্ছায় ভরছে পোস্ট। ২০২০ সালটি দুঃখের খবরে ভরে গেলেও ব্যতিক্রম থেকেই যায়। লকডাউনে সেরা উপহার পেল শিবদসানি পরিবার।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।