'স্বর্গের এক টুকরো অংশ এখন পৃথিবীতে', কন্যাসন্তানের বাবা হলেন আফতাব

Published : Aug 02, 2020, 10:02 PM IST
'স্বর্গের এক টুকরো অংশ এখন পৃথিবীতে', কন্যাসন্তানের বাবা হলেন আফতাব

সংক্ষিপ্ত

কন্যাসন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা অফতাব শিবদসানি পরিবারের লক্ষ্মীর আগমন মেয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন আফতাব পোস্ট ভরছে ভক্তদের শুভেচ্ছায়  

করোনা প্রকোপের মাঝেও বলিউডে খুশির খবর। বাবা হলেন অভিনেতা আফতাব শিবদসানি। কন্যাসন্তানের জন্ম দিলেন স্ত্রী নীন দোসাঞ্জ। সোশ্যাল মিডিয়ায় খুশির খবরটি প্রকাশ্যে আনলেন অভিনেতা। মেয়ের পায়ের সঙ্গে ছবি তুলেছেন তাঁরা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আফতাব। 

আরও পড়ুনঃসুশান্তের ৫০ টি সিমের মধ্যে কোনটাই তাঁর নামে নয়, একটি সিম সিদ্ধার্থের নামে, জানাল বিহার পুলিশ

লিখেছেন, "স্বর্গের এক টুকরো ছোঁয়া পৃথিবীতে এসে পড়ল। ঐশ্বরের আশীর্বাদ নিয়ে আমি এবং নীন আমাদের কন্যাসন্তান জন্ম নিয়েছে। আমরা অত্যন্ত গর্ববোধ করছি। এখন আমাদের পরিবার সম্পূর্ণ হল। দুই থেকে তিন হলাম আমরা।" লকডাউনের মধ্যে এই খুশির খবরের অপেক্ষায় দিনরাত বসে থাকতেন আফতাব এবং তাঁর স্ত্রী। 

আরও পড়ুনঃকরোনামুক্ত টলিউডের 'মল্লিক' পরিবার, কোয়েলের টুইটে স্বস্তি ভক্তমহলে

 

মেয়ের নাম অবশ্য এখনও প্রকাশ্যে আনেননি আফতাব। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের সঙ্গে নীন এবং তিনি হাতের জেশচারে তুলেছেন সেই ছবি। একের পর এক শুভেচ্ছায় ভরছে পোস্ট। ২০২০ সালটি দুঃখের খবরে ভরে গেলেও ব্যতিক্রম থেকেই যায়। লকডাউনে সেরা উপহার পেল শিবদসানি পরিবার।  

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?