র‌্যাম্পে আবারও নজর কাড়লেন বচ্চন বধূ, দেখুন প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্যর ক্যাট ওয়াক

Published : Sep 30, 2019, 01:11 PM ISTUpdated : Sep 30, 2019, 01:13 PM IST
র‌্যাম্পে আবারও নজর কাড়লেন বচ্চন বধূ, দেখুন প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্যর ক্যাট ওয়াক

সংক্ষিপ্ত

র‌্যাম্পে আবারও নজর কাড়লেন বচ্চন বধূ শেয়ার করলেন ভিডিও ফ্লোরাল প্রিন্টের পোশাকে অনবদ্য ঐশ্বর্য এদিন সকলের নজরের কেন্দ্রে ছিলেন বচ্চন  বধূ

২৫ বছর পরও একই জাদু, একই আমেজ। কোথাও গিয়ে বদলায়নি মিস ওয়ার্ল্ডের চালচলন, স্টাইল। আরও একবার তা প্রমাণ হয়ে গেল প্যারিস ফ্যাশন উইকে। সেখানেই এবছর সকলের নজর কাড়লেন বচ্চন বধূ। ঐশ্বর্য রাই-এর অনবদ্য লুকে এদিন ভক্তরা এক কথায় মুগ্ধ।

আরও পড়ুনঃ হট লুকে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন মৌনি

সম্প্রতি প্যারিসের র‌্যাম্পে উষ্ণতা ছড়ালেন ঐশ্বর্য। পোশাকটিও ছিল নজর কাড়া, ফ্লোরাল প্রিন্টেডে বয়স যেন তাঁর কমে এল বেশ কয়েকবছর। সালটা ছিল ১৯৯৪। তখন থেকেই র‌্যাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক। মাঝে কেটে গিয়েছে ২৫ বছর। বলিউড সফর থেকে বচ্চন পরিবার, বদলেছে তাঁর জীবনও, কিন্তু কোথাও গিয়ে আজও যেন তিনিই সেরা। 

 

 

স্মার্ট লুকে এদিন সকলের নজরের কেন্দে রইলেন তিনি। র‌্যাম্পে মিস ওয়ার্ল্ড এখনও কতটা সাবলীল তা বলার আর অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হল নেট দুনিয়ায়। একটি ভিডিওতে নজরে আসে তিনি ভক্তদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েই এগিয়ে গেলেন র‌্যাম্পে। 

 

 

এদিন লুকের মধ্যে সর্বাধিক যা নজর কাড়ল তা হল তাঁর চোখ, তাঁর চাউনি। মোনে দে প্যারিস থেকে বেড়িয়ে যাওয়ার মুহুর্তেই পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশেও চুম্বন দিলেন তিনি। বর্তমানে এক তামিল ছবির কাজ নিয়ে ব্যস্ত ঐশ্বর্য, তবে বলিউডে তাঁর দেখা মিলবে কবে, তা এখনও স্পষ্ট করে জানাননি নায়িকা। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি
কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন