সত্যি কি করোনায় আক্রান্ত কাজল ও তাঁর মেয়ে, ট্যুইট করে খোলসা করলেন অজয়

Published : Mar 31, 2020, 07:36 PM IST
সত্যি কি করোনায় আক্রান্ত কাজল ও তাঁর মেয়ে, ট্যুইট করে খোলসা করলেন অজয়

সংক্ষিপ্ত

সিঙ্গাপুর থেকে ফেরার পরই কাজল ও তাঁর মেয়েকে নিয়ে জল্পনা তুঙ্গে। করোনায় নাকি আক্রান্ত মা-মেয়ে। ট্যুইট করে এ কী বললেন অজয় দেবগণ।

সিঙ্গাপুর থেকে সদ্য দেশে ফিরেছেন কাজল এবং তাঁর মেয়ে নাইসা। ফেরার পর থেকেই জল্পনা তুঙ্গে। অভিনেত্রী ও তাঁৎ মেয়ে নাকি করোনায় আক্রান্ত। তাঁদের নিয়ে হাসপাতালে ছুটোছুটি চলছে। এমনই গুজব বেশিদূর ছড়াবার আগেই ট্যুইট করলেন অজয় দেবগণ।

আরও পড়ুনঃগ্যাস সিলিন্ডারের ভিতরে লুকানো একাধিক মদের বোতল, ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে সামিল বলিউডও, অনুদানে একে অপরকে ছাপিয়ে গেলেন কোন তারকারা

তিনি ট্যুইটে জানান, "কাজল এবং নাইসা একদম সুস্থ আছে। গুজবে কান দেবেন না। সবটাই ভুয়ো এবং কোনও সত্যতা নেই।" অজয়ের এই পোস্টে স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন কাজল ভক্তরা। বিদেশ থেকে ফেরা মানেই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। যার জন্য সিঙ্গাপুর থেকে কাজলের ফেরার পরই এই গুজব ছড়ায়।

 

আরও পড়ুনঃগান চুরি করে বিপাকে বাদশাহ, ব়্যাপারের বিষয় এ কী বললেন রতন কাহার

প্রসঙ্গত করোনা আতঙ্কে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে গোটা বিশ্বের। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে হাজারেরও বেশি। সরকারের তরফ থেকে লকডাউনের সময়সীমা বেড়ে হয়েছে ২১ দিন। এরই মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগৎ সকলকে সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন।

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?