পঞ্চম রিপার্টেও মিলল করোনা পজিটিভ, এখন কেমন আছেন বেবি ডল

Published : Mar 31, 2020, 01:59 PM IST
পঞ্চম রিপার্টেও মিলল করোনা পজিটিভ, এখন কেমন আছেন বেবি ডল

সংক্ষিপ্ত

এই নিয়ে পঞ্চমবার কণিকা কাপুরের শরীরে মিলল করোনা ভাইরাস আগের তুলনায় কণিকার অবস্থা স্থিতিশীল ঠিকঠাক মতো খাওয়া-দাওয়াও করছেন অভিনেত্রী  গায়িকার শারীরিক অবস্থা নিয়ে যে সব গুজব রটেছে তার সবটাই ভুয়ো বলে জানিয়েছেন চিকিৎসক

ফের করোনা ভাইরাস পজিটিভ বলি গায়িকা কণিকা কাপুরের। একবার নয়, এই নিয়ে পঞ্চমবার তার শরীরে মিলল করোনা ভাইরাস। আগের চারটি রির্পোট পজিটিভ আসায় বেশ চিন্তায় ছিলেন তার পরিবার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের জানিয়েছিলেন, ' আসা করছি আমার পরবর্তী রিপোর্ট নেগেটিভ আসবে।' সেই স্বপ্ন আর বাস্তবায়িত হল না বেবি ডলের। পঞ্চমবারও তার শরীরে মিলল করোনা ভাইরাস।

আরও পড়ুন-'ড্রেসিং রুমে গেলেই এখন মায়ের গন্ধটা পাই', লকডাউনে আবেগঘন পোস্ট জাহ্নবীর...


আশঙ্কা যেন  ক্রমশ বেড়ে যাচ্ছে। একবার কারোর শরীরে কোভিড-১৯ হানা দিলে নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করানো হয়। আর কণিকার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তবে আগের তুলনায় কণিকার অবস্থা স্থিতিশীল। তাই তাকে নিয়ে অযথা চিন্তা করার কিছু নেই। বর্তমানে স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন অভিনেত্রী। ঠিকঠাক মতো খাওয়া-দাওয়াও করছেন অভিনেত্রী। 

আরও পড়ুন-একটানা স্নান না করে দিন কাটাচ্ছেন মিয়া, কোয়ারেন্টাইনে ফাঁস হল সত্য...

২০ মার্চ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন কণিকা । ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছিলেন গায়িকা । এরপর লখনউ ও কানপুরে যান কণিকা। তারপর থেকেই  জ্বর ও সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার করোনা টেস্ট করা হয়। সেখানেই প্রথম রিপোর্টে করোনা পজিটিভ আসে । বর্তমানে তিনি লখনউ-য়ের সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন।  মেডিক্যাল কলেজের প্রফেসর ধীমান জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিয়ে যে সব গুজব রটেছে তার সবটাই ভুয়ো। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। কোনও ভয় বা আতঙ্কের কিছু নেই।

আরও পড়ুন-করোনা থেকে বাঁচতে অ্যান্টি-ম্যালেয়ার ওষুধ, তাতেই কি মৃত্যু অসমের চিকিৎসকের...

আরও পড়ুন-করোনার চিকিৎসা করার 'অপরাধে' ছাড়তে হবে ফ্ল্যাট, নাহলে ধর্ষণ নাচছে কপালে...

আরও পড়ুন-নিজামুদ্দিনে ২৪ জনের শরীরে মিলল মারণ ভাইরাস, ব্যর্থতার তিরে বিদ্ধ কেজরি...

 

 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী