মেয়েকে কোন কাহিনি শোনালেন অক্ষয়, ভক্তদের কাছে কী আবেদন করলেন, শেষে জয় শ্রীরাম ধ্বনি

Published : Jan 17, 2021, 04:35 PM ISTUpdated : Jan 17, 2021, 04:40 PM IST
মেয়েকে কোন কাহিনি শোনালেন অক্ষয়, ভক্তদের কাছে কী আবেদন করলেন, শেষে জয় শ্রীরাম ধ্বনি

সংক্ষিপ্ত

ভক্তদের দরবারে হাজির অক্ষয় কুমার  ভিডিও শেয়ার করে বার্তা দিলেন  রাম মন্দির নির্মাণে পাশে দাঁড়ালেন অক্কি এবার সকলকে পাশে দাঁড়ানোর ডাক দিলেন অক্ষয়

দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই সরব হয়ে থাকেন অক্ষয় কুমার, সোশ্যাল বার্তা শেয়ার করাই হোক বা কোনও বিশেষ উদ্দেশ্যে বার্তা দেওয়াই হোক। এই সকল বিষয় অক্ষয়কে সব সময় অ্যাক্টিভ পাওয়া যায়। একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করতে দেখা যায় অক্ষয়কে। তেমনই এক উদ্দেশ্য নিয়ে রবিবার ছুটির দিন সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন অক্ষয় কুমার। 

আরও পড়ন- নেই মুক্তি, কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে আবারও পুলিশি তলব সলমনকে, পরবর্তী ডেটের আবেদন ভাইজানের

এদিন অক্ষয়ের জীবনে এক বিশেষ দিন। তাঁর বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনেই দেশের হয়ে মুখ খুললেন অক্কি। অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। সেই রাম মন্দির নির্মাণে সকল দেশবাসীকে পাশে থাকার আবেদন জানালেন অক্ষয় কুমার। রামের মূর্তীর সামনে বসে ভিডিও শ্যুট করলেন অক্ষয় কুমার। বললেন, এই মহৎ কাজে যদি ছোট ছোট অনুদানেও সামিল হওয়া যায় তবে তা এক কথায় পূর্ণ। 

নিজের মেয়েকে বলা একটি গল্প শোনালেন অক্ষয়, যেখানে রামচন্দ্র অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখেছিলেন এক সাধারণের সহযোগিতা করার ইচ্ছে ও চেষ্টা। রামসেতু তৈরি হয়েছিল, গড়েছিল ইতিহাস। ভারত আরও একবার সেই গর্বের দিন ফিরে পেতে চলেছে, তৈরি হতে চলেছে রামমন্দির। তাই সেই কাজে সকলে যেন ভাগ নেয়, এমনটাই অনুরোধ করলেন অক্ষয়। শেষে শ্রীরাম জয় ধ্বনি দিয়ে শেষ করলেন ভিডিও। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার