ক্রিস্টোফার নোলানের চিঠি ডিম্পল কাপাডিয়াকে, গর্বিত জামাই অক্ষয় এ কী করে বসলেন

  • হলিউডের অন্যতম পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে ডিম্পল কাপাডিয়ার কাজ
  • সদ্য মুক্তিপ্রাপ্ত 'টেনেট' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি
  • সেই সুবাদে চিঠি পাঠালেন পরিচালক
  • অক্ষয় কুমারের প্রতিক্রিয়া জিতে নিল সাইবারবাসীর মন

হলিউডের জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি টেনেট সম্প্রতি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার এই ছবিতে অভিনয় করেছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবি মুক্তি পেতেই ক্রিস্টোফার নিজে হাতে চিঠি লিখে পাঠালেন ডিম্পলকে। সেই চিঠিতে ডিম্পলের কাজে এবং সহযোগিতায় কতটা খুশি হয়েছেন সেই বিষয় লিখেছেন ক্রিস্টোফার। 

চিঠিতে লেখা, "কোথা থেকে শুরু করব? তোমার সঙ্গে কাজ করা যেন আমারই সৌভাগ্য। তোমায় দেখলেই মনে হয় কীভাবে তুমি 'প্রিয়া' চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিলে। বিশ্বের দরবারে ওকে সামনে রেখেছিলে। এ এক অসামান্য অভিজ্ঞতা। তোমায় অসংখ্যা ধন্যবাদ। তোমার কাজ, তোমার প্রতিভা, তোমার খাটনি আমার ছবিতে প্রাণপাত করে দেওয়ার জন্য। অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।"

Latest Videos

আরও পড়ুনঃশিফনের ফাঁকে উঁকি মারছে ফ্ল্যাট কোমর, মনামীর বয়সের সঙ্গে বাড়ছে গ্ল্যামার

 

চিঠিটির ছবি শেয়ার করেছেন অক্ষয় কুমার। পাশাপাশি ক্রিস্টোফারের সঙ্গে ডিম্পলেরও একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, "জামাই হিসেবে আমি আজ কতটা গর্বিত তা বলে বোঝাতে পারব না। এই অনুভূতি ব্যাখা করার নয়। ক্রিস্টোফার নোলান আমার মায়ের জন্য একটি চিঠি লিখেছেন টেনেট ছবির মুক্তি আগে। ওনার অভিনয় দেখে আমি আর বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এর চেয়ে আনন্দের আর কিছু হয় না মা।" অক্ষয়ের এই প্রতিক্রিয়ায় প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। 

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |