হোলির বিশেষ পর্বেই কপিলের শো জমাতে আসছেন অক্ষয় কুমার, সামনে এল মজার প্রোমো

ইতিমধ্যেই শো-এর একটি প্রোমো সামনে এসেছে। যেখানে অক্ষয় কুমারকে কপিলকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যাচ্ছে। যা নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা।

সব জল্পনাকে উড়িয়ে দিয়ে অবশেষে এই সপ্তাহে 'দ্য কপিল শর্মা শো'-তে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয় ও কপিলের মধ্যে বিবাদের খবর পাওয়া গেছে। পরে কৌতুক অভিনেতা একটি টুইটে এই বিষয়ে যাবতীয় বিষয় স্পষ্ট করেন। এখন শোতে অক্ষয় তার 'বচ্চন পান্ডে' ছবির প্রচার করবেন। তার সঙ্গে অন্যান্য অভিনেতা যেমন কৃতি স্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজেরাও থাকবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই শো-এর একটি প্রোমো সামনে এসেছে। যেখানে অক্ষয় কুমারকে কপিলকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যাচ্ছে। যা নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা।

দ্রুত 'দ্য কপিল শর্মা শো'-তে একটি হোলি বিশেষ পর্ব হতে চলেছে। যেখানে অক্ষয় কুমার হোলির কিছু গল্প শেয়ার করেছেন। তিনি বলেছেন কীভাবে দেশে হোলি খেলার ধরন বদলে যাচ্ছে।  সোনি টিভির তরফে ওই ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে অক্ষয় কুমারকে বলতে দেখা গিয়েছে, 'এই হোলিরও একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে।' তারপর অর্চনা কাপুর সিং জিজ্ঞেস করেন, 'কী?' অক্ষয় আরও ব্যাখ্যা করে বলেছেন, 'যাদের মুখ দেখতেও হয় না, তারাও মুখে রঙ দিয়ে যায়, জড়িয়ে ধরে, চুমু দেয়।'অক্ষয় এই কথা বলার সাথে সাথেই সে কপিলের দিকে ছুটে যায় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দেয়। কপিলও তার কাজ দেখে হতবাক হয়ে হাসতে শুরু করেন। হেসে ওঠে গোটা মঞ্চ। 

Latest Videos

ওই ভিডিওতেই অক্ষয় বলছেন, 'কিছু লোক এমনভাবে রঙ লাগাতে পিছনে আসে যেন তারা প্রতিশোধ নিচ্ছে। এমনকি দাঁতে পর্যন্ত রং ঘষে দেয়।' অক্ষয়ের এই কথা শুনে হাসিতে ফেটে পড়েন সকলে। অক্ষয়ের এই মজার মিমিক্রি দেখে অর্চনা এবং দুই অভিনেত্রীই জোরে জোরে হাসতে শুরু করেন। প্রসঙ্গত উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় থাকা বচ্চন পান্ডেতে অক্ষয় কুমার একজন গ্যাংস্টারের ভূমিকায় রয়েছেন। তিনি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কীর্তি স্যানন, আরশাদ ওয়ার্সি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর এবং সঞ্জয় মিশ্র। এই ছবিটির পরিচালনা করেছেন ফরহাদ সামজি। ছবিটি ১৮ মার্চ গোটা দেশের কয়েক হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
 

আরও পড়ুন- পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন, অকুস্থল পরিদর্শনে এলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার

আরও পড়ুন- অসম-বাংলা সীমান্তে ট্রাক থেকে উদ্ধার অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, গ্রেফতার দুই পাচারকারী

আরও পড়ুন- বিএসএফ-র তৎপরতায় আটকাল পাচার, সীমান্তরক্ষী বাহিনীর হাত ধরেই বাংলাদেশে ফিরে গেল ২ যুবতী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বারুইপুরে স্পিকারের বিরুদ্ধে শুভেন্দুদের 'মহার‍্যালি', কেন? দেখুন | Suvendu Adhikari | BJP Protest
Baruipur-এ TMC বনাম BJP! Suvendu Adhikari-র কনভয়ে হামলার চেষ্টা, রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর
IPL 2025: প্রথম ম্যাচের আগে KKR- দের জন্য জয়ধ্বনি! Shah Rukh Khan-রিঙ্কুতে মাতল Kolkata!
শুভেন্দুকে কালো পতাকা দেখাতেই...বারুইপুরে তুলকালাম! | Suvendu Adhikari Baruipur | BJP Protest
'একটা মূর্খ মুখ্যমন্ত্রী! সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলছে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari