জন্মদিন সেলিব্রেশনের সেরা উপায়, দুস্থদের পাশে দাঁড়িয়ে মানবিক পদক্ষেপ আমিশার

Published : Jun 10, 2020, 11:15 AM IST
জন্মদিন সেলিব্রেশনের সেরা উপায়, দুস্থদের পাশে দাঁড়িয়ে মানবিক পদক্ষেপ আমিশার

সংক্ষিপ্ত

লকডাউনের মাঝেই এ এক অন্য জন্মদিন বিশেষ দিনে কী করলেন আমিশা ভিডিও শেয়ার করে জানালেন সেলিব্রেশনের সেরা উপায় মানবিক উদ্যোগে মুগ্ধ নেট-দুনিয়া 

সেলেব জন্মদিন মানেই বিশেষ পার্টি থেকে টিনসেল টাউনে হুল্লোর। কিন্তু চেনা সেই সকল ছবি বদলে গেল ২০২০-তে। বছর পড়তেই একের পর এক বাধা নিষেধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিশ্বের সকল মানুষকে। একাধিক সতর্কতা মেনে স্বাভাবিক জীবনে ফেরার পথে পা বাড়ালেও মারণ ভাইরাসের প্রকোপ কমানো সম্ভবপর হচ্ছে না সেভাবে। তাই প্রতিটা ক্ষেত্রে পড়ছে এর প্রভাব, অর্ধনীতিতে ব্যাপক বিপর্যয়। 

আরও পড়ুনঃ আজ থেকেই শুরু হচ্ছে না টলিপাড়ার শুটিং, চিন্তায় টেকনিশিয়ানরা

সাধারণ মানুষেরা না খেতে পেয়ে দিন কাটাচ্ছেন, কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। এমনই সময় সেলিব্রেটিরা যথা সম্ভব পাশে দাঁড়ালেন সকলের। দুস্থ মানুষের নূন্যতম সাহায্য পৌঁচ্ছে দিচ্ছে তাঁরা। সেই তালিকাতে এবার নাম লেখালেন আমিশা প্যাটেল। নিজের জন্মদিনে পার্টির বরাদ্দ অর্থ তিনি এবার ব্যায় করলেন দুস্থ মানুষদের জন্য। পৌঁচ্ছে দিলেন খাবার- স্যানিটারি ন্যাপকিন ও প্রয়োজনীয় কিছু দ্রব্য। 

 

 

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে আমিশা জানালেন, এটাই জন্মদিন পালনের সেরা উপায়। তিনি এই কাজ করতে পেরে ভিষণ খুশি। সম্প্রতি বহু স্বেচ্ছা সেবী সংস্থা এগিয়ে এসেছেন তারকাদের সাহায্য সাধারণের কাছে পৌঁচ্ছে দেওয়ার জন্য। এমনই এক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আমিশা ও তাঁর টিম মানুষের পাশে দাঁড়ালেন। জন্মদিনে অভিনেত্রীর এই মানবিক পদক্ষেপ থেকে মুগ্ধ নেট দুনিয়া। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?