আমিশা পটেল নামটা শুনলেই বলিউডের 'কহো না প্যায়ার হ্যায়' ছবির সেই মুখটার কথা সবার আগে মনে পড়ে। ২০০০ সালে 'কহো না প্যায়ার হ্যায়' ছবিতেই বলিউডে পা রেখেছিলেন বলি অভিনেত্রী আমিশা প্যাটেল। সেইদিনের ছোট্ট সোনিয়ার মিষ্টি মেয়েটিই আজ ৪৩-এর যুবতী। প্রথম ছবিতেই বক্স অফিসে ঝড় তুলেছিলেন আমিশা। ছবির প্রতিটা গানই ছিল সুপারহিট। সেখান থেকে যাত্রা শুরুর পর একে একে আর অনেক সিনেমাতেই দর্শকদের মন মাতিয়ে রেখেছেন অভিনেত্রী।
আরও পড়ুন-নিজেদের বয়সের পার্থক্য নিয়ে মুখ খুললেন নিক, কী প্রতিক্রিয়া প্রিয়ঙ্কার...
আরও পড়ুন-সিনেমা করে যত না নাম কামালেন, মোদি-অমিত বিরোধিতা স্বরাকে করেছে বিখ্যাত...
৪৩-এ এসেও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন আমিশা। তার ছবি দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছ। সম্প্রতি আমিশা পটেল নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছে। প্রতিটি ছবিতেই রীতিমতো আগুন ধরাচ্ছেন অভিনেত্রী। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে আমিশার এই ছবিগুলি।
আরও পড়ুন-'তাপস কেন অকালে চলে গেলেন', বিস্ফোরক বয়ান শতাব্দীর...
প্রতিটি ছবিতেই উপচে পড়ছে শরীরের উষ্ণতা। হট অবতারে নিজেকে অন্য অবতারে মেলে ধরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে এসেও কীভাবে ফ্যানেদের আটকে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত আমিশা। নিজের সোশ্যালে মাঝেমধ্যেই ছবি পোস্ট করে শিরোনামে চলে আসেন অভিনেত্রী। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটি ছবিতেই লাইক আর কমেন্টের সংখ্যা বেড়েই চলেছে।