প্রয়াত আমির খানের ২৫ বছরের বলিউড সফরের সঙ্গী, শোকের ছায়া বি-টাউনে

  • লকডাউনে প্রয়াত আমির খানের বন্ধু
  • সহ পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া
  • হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে আমোস-এর
  • বলিউডে নেমে আসে শোকের ছায়া

Jayita Chandra | Published : May 13, 2020 4:45 AM IST

লকডাউনে আরও এক মৃত্যু শোক বলিউডে। সোমবার প্রয়াত হলেন আমির খানের দীর্ঘ বছরের বন্ধু ও তাঁর ছবির সহ পরিচালক আমোস। আমির খানের সঙ্গে তাঁর ছিল এক অদ্ভুত তাল মিল। একজনের মনের কথা সহজেই বুঝতেন ওপরজন। একে অন্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই পর্দায় ফুঁটিয়ে তোলার চেষ্টা করতেন সেরার সেরা দৃশ্য। সেই যুগল বন্দির পথ চলা এবার শেষ হল।

আরও পড়ুনঃ কান্নায় ভেঙে পড়া অর্জুনকে সামলাচ্ছেন রূপা, 'মহাভারত'র শ্যুটিং শেষে ভাইরাল ভিডিও

সোমবার দিন সকালেই আসে খবর, প্রয়াত হন আমোস। খবর পেয়েই শোকে ভেঙে পড়ে বলিউড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আমির খানের সঙ্গে আমোসের পথ চলা ২৫ বছর ধরে। লগন ছবির অভিনেতা করিম জানিয়েছেন, সোমবার সাকেল হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন কিরন রাও ও আমির খানের টিম। ঘটনাস্থলে আগেই পৌঁচ্ছে ছিলেন আমির খান। 

আরও পড়ুনঃ 'তোমার চিরজীবন আমাদের সঙ্গে থাকবে বাবা', ঋষি কাপুরের তেরো দিনের কাজের ছবি পোস্ট করলেন ঋদ্ধিমা

আমোস বড় বড় সুপারস্টারদের সঙ্গে কাজ করলেও তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন। তাঁকে কেবল আমির খানই নন, বলিউডের সকলেই খুব ভালোবাসতেন। পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি দিয়ে কোনও কাজকে বার করে নিয়ে আসাটাই ছিল তাঁর মূল মন্ত্র। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে আমোসের। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!