আমিরের পরামর্শ কখনও ভুল হতে পারে না, হঠাৎ কেন এমন কথা বললেন বিগ বি

Published : Mar 04, 2022, 06:17 PM ISTUpdated : Mar 04, 2022, 06:18 PM IST
আমিরের পরামর্শ কখনও ভুল হতে পারে না, হঠাৎ কেন এমন কথা বললেন বিগ বি

সংক্ষিপ্ত

৪ মার্চ বিগস্ক্রিনে মুক্তি পেয়েছে অমিতাভ অভিনীত মুভি ঝুন্ড। পরিচালক যখন চিত্রনাট্য নিয়ে আমিরের কাছে আসেন,তাঁর কাছে এই ছবির জন্য বিগ বি-ই ছিল প্রথম পছন্দ। অমিতাভকে ঝুন্ডে অভিনয়ের জন্য আবেদন করলে আমিরের কথা ফেলতে পারেন নি বলিউডের শাহেনশা। 

একজন বলিউডের (Bollywood) মিস্টার পারফেক্টশনিস্ট (Aamir Khan) তো অন্যজন বলিউডের শাহেনশা (Amitabh Bacchan)। হ্যাঁ, আমির খান আর অমিতাভ বচ্চনের কথাই বলা হচ্ছে। বি-টাউনের দুই মহারথী কিন্তু একে অপরের বেশ কাছের। বিশেষত ঠাগস অফ হিন্দুস্তানের সময় থেকে দুজনের মধ্যে সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়। আর তাঁর ওপর ভিত্তি করেই অমিতাভারে ওপর একপ্রকার জোড় খাটিয়েছিলেন আমির খান। ৪ মার্চ শুক্রবার বিগ স্ক্রিনে মুক্তি পেয়েছে বিগ বি অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ঝুন্ড (Jhund)। পরিচলক নাগরাজ মানজুলির নির্দেশনায় এই ছবিতে অভিনয় করতে দেখা গেল বলিউডের শাহেশনাকে। তবে আপনি কী জানেন, পরিচালকের কথায় কিন্তু অমিতাভ এই ছবিতে কাজ করেন নি। বিশেষ একজনের পরামর্শেই ঝুন্ড ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ছেন বলি মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। তিনি আর কেউ নন, মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান (Amir Khan)। হ্যাঁ, আমিরের এক কথায় এই ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়ে যান অমিতাভ। 

আমির খান মানেই সেখানে থাকবে নতুন কোনও চমক। চিরাচরিত প্রথা ভেঙে একেবারে অন্য ধাঁচের ছবি দর্শককে উপহার দেওয়ার জন্য আমিরের জুড়ি মেলা ভার। আর ঠিক সেই কারনেই আমির খানের মত একজন ব্যক্তিত্ব যখন কিছু পরামর্শ দেয় সেটা কী না শুনে পারেন বলিউডের শাহেনশা...আর সত্যি সত্যিই আমিরের কথা পেলতে পারেন নি অমিতাভ। আমির খান যখন নাগরাজের ঝুন্ডে অমিতাভকে অভিনয়ের জন্য রাজি হয়ে যেতে বলেন তখন আমিরের ওপর ভরসা করেই এই ছবির শ্যুটিং ফ্লোরে পৌঁছে যান বিগ বি। আর আজ ছবি মুক্তির পর ইতিমধ্যেই দর্শক থেকে সমালোচকের আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে ঝুন্ড।

বি-টাউন অন্দরমহল সুত্রের খবর, পরিচালক নাগরাজ মনজুলে যখন ঝুন্ড ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে আমিরে দিয়ে স্ক্রিপ্ট পড়ান তখনই ছবির গল্প তাঁর মন ছুঁয়ে যায়। সেই সময়ই তিনি সঙ্গে সঙ্গে ঝুন্ডের জন্য অমিতাভ বচ্চনের কথা বলেন। আর যেমন কথা তেমন কাজ। এই ছবিতে অভিনয়ের জন্য অমিতাভকে রাজি করিয়ে ফেলেন আমির। কারন ঝুন্ডের স্ক্রিপ্ট পড়ে এই ছবির জন্য অমিতাভকেই আদর্শ মনে হয়েছে আমিরের। এক সাক্ষাৎকারে বিগ বি-র কাছে এই খবরের সত্যতা জানতে চাওয়া হলে তিনি বলেন, এই বিষয় কোনও দ্বিমত নেই যে আমিরের জন্যই তিনি ছবিতে অভিনয় করেছেন। স্মৃতি রোমন্থন করে বলেন, আমিরের সঙ্গে যখন ঝুন্ড নিয়ে আলোচনা হত তখন তাঁকে বলতেন এই ছবিতে তাঁর অভিনয় করা অবশ্যই উচিত।  আর বলিউডের মাস্টার পারফেক্টশনিস্ট আমির খানের কথা যে কখনই ফেলা যায় না সে কথাও সকলের সামনে স্বীকার করে নেন বলিউডের শাহেনশা। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Car Accident: পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কলের গাড়ি, কেমন আছেন এই তারকা দম্পতি?
বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা