লুকিয়ে বিয়ে করলেন ক্যাটরিনা, কন্যাদান করলেন অমিতাভ

Published : Jan 24, 2020, 05:50 PM ISTUpdated : Feb 11, 2020, 06:55 PM IST
লুকিয়ে বিয়ে করলেন ক্যাটরিনা, কন্যাদান করলেন অমিতাভ

সংক্ষিপ্ত

  গোপনে বিয়ে করলেন  ক্যাটরিনা কাইফ  বচ্চন পরিবার নিলেন কন্যাদানের দায়িত্ব   মেহেন্দিতেও জমিয়ে নাচলেনও সকলে     লেহেঙ্গায়  ক্যাট কে লাগছিল মোহময়ী   

গোপনে বিয়ে করলেন ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী ব্যাচেলর নায়িকা ক্যাটরিনা কাইফ ৷ হালকা গোলাপী লেহেঙ্গায় বিয়ের আসরে ক্যাটরিনাকে লাগছিল মোহময়ী ৷ কিন্তু বলিউডের অত্যন্ত হাইপ্রোফাইল এই বিয়েতে ইন্ডাস্ট্রির তেমন কেউ নিমন্ত্রিত ছিলেন না ৷  কিন্তু জামাই কোথায়,কেই বা হলেন ক্যাটরিনার বর। আসলে এ বিয়ে বাস্তবে নয় , এই বিয়ে হয়েছে বিজ্ঞাপণের ফ্রেমে ৷

আরও পড়ুন, ছবির প্রিমিয়ার থেকে শুরু করে জন্মদিন সেলিব্রেশন, রইল বলিউডের একগুচ্ছ টাটকা খবর

কন্যা সম্প্রদানের দায়-ভার পড়েছিল বিগ-বি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের উপর ৷ হালকা গোলাপী লেহেঙ্গায় বিয়ের আসরে ক্যাটরিনাকে লাগছিল মোহময়ী ৷ ক্যাটরিনাকে হাত ধরে বিবাহ বাসরে নিয়ে আসা থেকে শুরু করে তাঁকে ছাদনাতলায় বসিয়ে দেওয়া সবটাই করছেন অমিতাভ-জয়া ৷ উপস্থিত ছিলেন দক্ষিণের সুপারস্টার নাগার্জুন, প্রভু গণেসান ও শিব রাজকুমার ৷ মেহেন্দিতেও জমিয়ে নাচলেন সকলে ৷ একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে বধূর সাজে দেখা গিয়েছে ক্যাটরিনাকে ৷ 

আরও পড়ন, চারিদিকে খুদের দল আর মাঝখানে ফুটবল মাথায় দিব্যি ঘুমোচ্ছেন রাজকুমার, প্রকাশ্যে এল পোস্টার

দক্ষিণ ভারতীয় পোশাকে অসাধারণ লাগছিল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে। দেখে বোঝার সত্য়ি উপায় নেই এ যে ক্ষণিকের বিদায়। সেদিক থেকে বলতে গেলে বলিউডের ফিল্মি ক্য়ারিয়ারে খুব কম সময় এমন হয়েছে যে বিজ্ঞাপণের বাইরে বাবার চরিত্রে ক্য়াট, বিগ-বি কে পেয়েছেন।

PREV
click me!

Recommended Stories

বোনের বিয়েতে আবেগঘন পোস্ট কার্তিকের, দেখে নিন কী লিখলেন এই বলিতারকা
মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক