স্ত্রীর বিবেকানন্দ রূপ, অসমাপ্ত ছবির লুক শেয়ার করলেন অমিতাভ

Published : Mar 05, 2020, 05:42 PM IST
স্ত্রীর বিবেকানন্দ রূপ, অসমাপ্ত ছবির লুক শেয়ার করলেন অমিতাভ

সংক্ষিপ্ত

জয়ার নয়া লুক শেয়ার করলেন বিগ বি বিবেকানন্দ রূপে জয়া বচ্চন মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় অদেখা ছবি শেয়ার করলেন অমিতাভ 

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সচল অমিতাভ বচ্চন। মাঝে মধ্যেই বিভিন্ন তারকার ছবিও শেয়ার করে থাকেন তিনি। কখনও সাদা কালো, কখনও আবার ডাইন মেমরি লেন। এবার সেই পথে হেঁটে বিগ বি শেয়ার করলেন জয়া বচ্চনের এক অদেখা ছবি। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। জয়া বচ্চনকে দেখে এক কথায় চেনাই যায় দায়। 

আরও পড়ুন-সফরে করোনা আতঙ্ক, মুখে মাস্ক পড়ে ইউরোপ পাড়ি প্রভাসের

এক সময় একের পর এক বাংলা ছবি করেছিলেন জয়া বচ্চন। পরবর্তীতে তিনি বলিউডেই বেশি ছবি করেছিলেন। তবে অনেক ছবিই নানা কারণে পরিণতি পায় না। মুক্তির আগেই স্থগিত হয়ে যায়। শ্যুটিং শেষ হয় না। কখনও আবার শ্যুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশন বাকি থেকে যায়। তেমনই এক ছবি হল ডাক্তার বাবু। সেই ছবিতেই বিবেকানন্দের ভূমিকাতে পাঠ করেছিলেন জয়া বচ্চন।
আরও পড়ুন-কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউডের এই অভিনেত্রী, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

আরও পড়ুন-মেয়ের সঙ্গে টক্করে এগিয়ে তনুজা, ৭৬-এ দাঁড়িয়েও মনোকিনিতে পোজ বর্ষীয়ান অভিনেত্রীর

 


সেই ছবির লুক এবার সকলের সামনে নিয়ে এলেন অমিতাভ বচ্চন। সাদা কালো ফ্রেমে ধরা দিলেন জয়া বচ্চন। সেই ছবি এক কথায় আনকোরা। ছবি মুক্তি না পাওয়ার ফলে এই লুকে জয়াকে ভক্তদের আর দেখা হয়ে ওঠেনি। আর কখনও হবেও না। ফলে ছবিটি শেয়ার করে জয়ার লুক তুলে ধরলেন বিগ বি। মুহূর্তে এই ছবি নেটিজেনদের নজর কাড়ল। 
 

 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী