
লকডাউনে বসে অনেকেই নিজের পুরনো ছবির দিকে তাকিয়ে স্মৃতিচারণায় মন ভোলাচ্ছেন। কখনও ছেলেবেলার ছবি, তো কখনও আবেগে ভরা সুন্দর কিছু মুহূর্তের ছবি। এমনই একটি ছবি ট্যুইটারে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। বহহ বছর আগের সাদা কালো ছবিটি দেখে নস্টালজিয়ায় ভেসেছে সাইবারদুনিয়া।
আরও পড়ুনঃ"ডাক্তারদের থেকেই ছড়াচ্ছে করোনা", তীব্র নিন্দায় ক্ষোভ উগরে দিলেন অজয়
ছবিতে অমিতাভের সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের দুই তাবড় অভিনেতা, প্রয়াত অনিল চট্টোপাধ্যায় এবং প্রয়াত রবি ঘোষ। অন্যদিকে রয়েছেন দিলীপ কুমার, প্রেম চোপড়া, জনি ওয়াকার, জিতেন্দ্র, অনিল ধাওয়ান। মুম্বই ফিল্ম ইন্ডাসট্রির সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি চ্যারিটি ক্রিকেট ম্যআচ হয়েছিল ইডেন গার্ডেনসে।
আরও পড়ুনঃখান-ভাইদের নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, মহামারীর মধ্যে রোজা পালনে উদ্বেগ প্রকাশ বলি প্রযোজকের
এই ছবি এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। অমিতাভের এই থ্রোব্যাক অ্যালবামের মাধ্যমে পুরনো স্মৃতিগুলি যেন আরও গভীরভাবে সকলের মনে দাগ কেটে গেল। নেটিজেনরা কমেন্ট সেকশনে জানায়, বিগ বিকে ধন্যবাদ, এ ধরণের ফ্রেম নেটদুনিয়ায় তুলে ধরে সকলকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য।
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।