ইডেনের সুখস্মৃতি মেলে ধরলেন বিগ বি, এই মুহূর্তে ছবি ভাইরাল নেটদুনিয়ায়

Published : Apr 13, 2020, 06:16 PM ISTUpdated : Apr 13, 2020, 06:23 PM IST
ইডেনের সুখস্মৃতি মেলে ধরলেন বিগ বি, এই মুহূর্তে ছবি ভাইরাল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণায় অমিতাভ বচ্চন। ছবিটি দেখে বাংলা সিনেপ্রেমীরাও নস্টালজিয়ায় ভাসলেন। অনিল চট্টোপাধ্যায় ও রবি ঘোষের সঙ্গে অমিতাভকে একই ফ্রেমে দেখে মুগ্ধ সাইবারবাসী।

লকডাউনে বসে অনেকেই নিজের পুরনো ছবির দিকে তাকিয়ে স্মৃতিচারণায় মন ভোলাচ্ছেন। কখনও ছেলেবেলার ছবি, তো কখনও আবেগে ভরা সুন্দর কিছু মুহূর্তের ছবি। এমনই একটি ছবি ট্যুইটারে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। বহহ বছর আগের সাদা কালো ছবিটি দেখে নস্টালজিয়ায় ভেসেছে সাইবারদুনিয়া।

আরও পড়ুনঃ"ডাক্তারদের থেকেই ছড়াচ্ছে করোনা", তীব্র নিন্দায় ক্ষোভ উগরে দিলেন অজয়

ছবিতে অমিতাভের সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের দুই তাবড় অভিনেতা, প্রয়াত অনিল চট্টোপাধ্যায় এবং প্রয়াত রবি ঘোষ। অন্যদিকে রয়েছেন দিলীপ কুমার, প্রেম চোপড়া, জনি ওয়াকার, জিতেন্দ্র, অনিল ধাওয়ান। মুম্বই ফিল্ম ইন্ডাসট্রির সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি চ্যারিটি ক্রিকেট ম্যআচ হয়েছিল ইডেন গার্ডেনসে। 

আরও পড়ুনঃখান-ভাইদের নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, মহামারীর মধ্যে রোজা পালনে উদ্বেগ প্রকাশ বলি প্রযোজকের

এই ছবি এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। অমিতাভের এই থ্রোব্যাক অ্যালবামের মাধ্যমে পুরনো স্মৃতিগুলি যেন আরও গভীরভাবে সকলের মনে দাগ কেটে গেল। নেটিজেনরা কমেন্ট সেকশনে জানায়, বিগ বিকে ধন্যবাদ, এ ধরণের ফ্রেম নেটদুনিয়ায় তুলে ধরে সকলকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য।

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?