জীবনে প্রথম অটোগ্রাফ কবে দিয়েছিলেন অভিষেেক, থ্রো ব্যাক ছবিতে ভাসলেন অমিতাভ

Published : Jan 13, 2021, 06:54 PM IST
জীবনে প্রথম অটোগ্রাফ কবে দিয়েছিলেন অভিষেেক, থ্রো ব্যাক ছবিতে ভাসলেন অমিতাভ

সংক্ষিপ্ত

পুরোনো স্মৃতিতে ভাসলেন অমিতাভ  শেয়ার করলেন অভিষেকের ছোটবেলার ছবি জুনিয়ার বচ্চনকে দেখে অবাক নেট দুনিয়া মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই ছবি 

অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ার পাতা অ্যাক্টিভ। মাঝে মধ্যেই পুরোনো ছবি শেয়ার করে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে থাকেন অমিতাভ বচ্চন। মধ্যরাত হোক বা ভর সন্ধ্যে, অমিতাভের সোশ্যাল মিডিয়ার পাতা কখনও ফাঁকা থাকে না। আলিয়া ভাট একবার জানতেও চেয়েছিল অমিতাভের কাছ থেকে, কীভাবে তিনি অলটাইম এতটা অ্যাক্টিভ থাকতে পারেন!

আরও পড়ুন- ঋতাভরীর 'পুতুল' রাজের কোলে, আদুরে ভালবাসায় ভরিয়ে দিলেন 'টলিপাড়ার তৈমুর'কে

মুহূর্তে উত্তর দিয়েছিলেন অমিতাভ বচ্চন, এটা তাঁর অভ্যাস। তিনি সাফ জানিয়ে ছিলেন যে ভক্তদের সঙ্গে সব সময় কানেক্ট থাকতে চান তিনি। তাই ভক্তদের উদ্দেশ্যেই সোশ্যাল পোস্ট করে থাকেন অমিতাভ। কখনও বিশেষ দিনের শুভেচ্ছা, কখনও আবার পরিবারের পুরোনো ছবি, বা কোনও বিশেষ সেলেবের স্পেশ্যাল পোস্ট। এবার অভিষেকের জীবনের এক স্মৃতি তুলে ধরলেন অমিতাভ। 

 

 

লিখলেন ছোট্ট অভিষেকের প্রথম অটোগ্রাফ। অমিতাভের পাশে বসে প্রথম অটোগ্রাফ দিয়েছিলেন জুনিয়ার বচ্চন সেই দিনই। আজও ফ্রেমবন্দী বচ্চন পরিবারের সেই ঐতিহাসিক মুহূর্ত, যা আজও ভোলেননি অমিতাভ। মাঝে মধ্যে নানা পোস্টের মধ্যে দিয়ে ফিরে ফিরে আসে সেই বিশেষ দিন, যা নিয়ে আজও গর্ব বোধ করেন অমিতাভ বচ্চন। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?