এবার বাড়ি থেকে শুটিং শুরু করলেন অমিতাভ, তৈরি হল রিয়ালিটি শো-এর প্রোমো

  • লকডাউনের মাঝেও চলছে শ্যুটিং
  • বাড়ি থেকেই কাজে ফিরলেন অমিতাভ বচ্চন
  • রিয়ালিটি শো-এর প্রমোশ করলেন শ্যুট
  • ডিজিটাল প্ল্যাটফর্মের মুক্তি পাওয়ার সম্ভাবনাই বেশি

লকডাউনে বন্ধ শ্যুটিং। মার্চ মাস থেকেই কোপ পডে়ছে ধারাবাহিক থেকে সিনেমায়। বন্ধ রয়েছে রিয়ালিটি শো-এর অনুষ্ঠানও। এরই মাঝে বেষ কিছু অনুষ্ঠানের কাজ শুরু হয়েছে বাড়ি থেকেই। এর আগে লকডাউন শর্ট ফিল্মে বাড়ি থেকে কাজ করেছেন অমিতাভ বচ্চন। এবার শুরু করলেন রিয়ালিটি শো কেবিসির শ্যুটিং। জনপ্রিয় এই রিয়ালিটি শো-এর সঢ্চালনার কাজ করেন অমিতাভ বচ্চন প্রথম থেকেই। 

আরও পড়ুনঃ মায়ার বাঁধন থেকে গয়নার বাক্স, ব্যক্তিগত জীবন থেকে টলিউড সফর, শ্রাবন্তী যেন খোলা ডাইরি

Latest Videos

এবার শুরু হতে চলেছে সিজন ১২।তার প্রমোই এবার বাড়িতে বসে শ্যুটিং করলেন অমিতাভ বচ্চন। কবে উঠবে লক়ডাউন তা এখনও পর্যন্ত অনিশ্চিত। কবে স্বাভাবিক হবে টলি পাড়া তাও বোঝা দায়। এমনই পরিস্থিতিতে বিনোদন জগত বিস্তর ক্ষতির মুখে। তাই ফেলে না রেখে বেশ কিছু চ্যানেল কতৃপক্ষ শুরু করতে চাইছেন কাজ। কউন বনেগা ক্রোড়পতি রিয়ালিটি শো-এর প্রোমোর কাজই তাই সারলেন বিগ-বি। 

এই প্রোমো মুক্তি পাবে ডিজিটাল মিডিয়ায়। এখানে অমিতাভ বচ্চন সকলকে অংশ গ্রহণ করার কথা বলেন। এমনই পরিস্থিতিতে এই রিয়ালিটি শো ঠিক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয় কিছুই জানান হয়নি চ্যালেনের পক্ষ থেকে। ডিজিটাল প্ল্যাটফর্মে তা দেখানো হবে কি না তাও এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে লকডাউনে কাজ ফেলে রাখা নয়। স্বাভাবিক ছন্দে ফেরার আগেই তাই প্রস্তুতি নিয়ে প্রোমো তৈরি করে ফেলল চ্যালেন কতৃপক্ষ। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar