
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (U19 World Cup 2022) ঢুকল ভারতের (India) ঘরে। এনিয়ে মোট পাঁচবার চ্যাম্পিয়ন (Champion) হল তারা। শনিবার ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি ছিনিয়ে নেয় ভারত। ২০০০ সালে প্রথমবার বিশ্বকাপ (Trophy) নিজেদের ঘরে তুলেছিল তারা। তারপর ২০০৮, ২০১২, ২০১৮ ও এবার ফের একবার সেই ট্রফি ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া (Team India)। আর এই খবর সামনে আসা মাত্রই শুভেচ্ছার ঝড় দেশের সর্বত্র। ঝড়ের গতীতে ছড়িয়ে পড়ে খবর। দেশের সর্বস্তর থেকে শুভেচ্ছা জানানো হয় এই দলকে। সেই তালিকা থেকে বাদ পড়ে না সেলেব দুনিয়াও। বরাবরই সোশ্যাল মিডিয়ার পাতায় সক্রিয় অমিতাভ বচ্চন। একের পর এক পোস্ট ঘিরে মাঝে মধ্যেই তিনি হয়ে থাকেন ভাইরাল, প্রতিটা বিষয় তিনি রেখে থাকেন কড়া নজর, আর সোশ্যাল মিডিয়ায় পোস্টে তা স্পষ্ট। এবারও ব্যতিক্রম হল না।
উইকেন্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (U19 World Cup 2022) ম্যাচ দেখতে বসে গেলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) । মুহূর্তে এই জয় ভারতের দখলে আসতেই জানালেন শুভেচ্ছাবার্তা। তবে সেখানেই থেকে গেল এক সামান্য ভুল। কী লিখলেন বচ্চন- ভারত, বিশ্বকাপ চ্যাম্পিয়ান, দারুণ পারফর্ম ফাইনালে, চতুর্থবারের জন্য হল চ্যাম্পিয়ন, শুভেচ্ছা... খেলা দেখলাম, দারুণ আনন্দ হল। এরপরই নেট দুনিয়ার চোখে পড়ে মধ্য রাতের অমিতাভ বচ্চনের এই পোস্ট। তবে ম্যাচ জিতল ভারত চতুর্থবার নয়, পঞ্চমবার। আর সেই গুণতিতেই ভুল। সোশ্যাল মিডিয়ায় তা চোখে পড়ার আগেই সবটা সামলালেন অমিতাভ নিজেই। নেট দুনিয়ায় এই ধরনের বিষয় হাতে পাওয়া মানেই ট্রোল বা সমালোচনা, ভাইরাল হয়ে ওঠা। আর তাই মাত্র ৮ মিনিটের বিরতিতেই আবারও নতুন পোস্ট করলেন অমিতাভ বচ্চন, লিখলেন সংশোধন, পঞ্চম বার বিশ্ব চ্যাম্পিয়ন।
আরও পড়ুন- লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন আশা
আরও পড়ুন- ফিল্ম ফেয়ার ট্রফির লেডি বস্ত্রহীণ, লজ্জায় লাল লতাকে রুমালে মুড়িয়ে ট্রফি দেওয়া হয়
আরও পড়ুন- অজি বধ করে ফাইনালে ভারত, পঞ্চমবার বিশ্বজয়ের হাতছানি জুনিয়র টিম ইন্ডিয়ার
এছাড়াও বিভিন্ন সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ, ক্রিকেটর সকলেই এদিন শুভেচ্ছা জানায় এই টিমকে। ইংল্যান্ড (England) এই নিয়ে দ্বিতীয়বার যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট হাতে পায়। এর আগে তারা ১৯৯৮ সালে একবার মাত্র যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। আর এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। ৪৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। দীনেশ ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।