করোনাকে 'ঠেঙ্গা' অমিতাভের. মুহূর্তে ভাইরাল বিগ বি-র করোনা-কবিতা

  • করোনার জেড়ে গোটা বিশ্বে আতঙ্ক
  • সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের বার্তা
  • করোনা নিয়ে কবিতা লিখলেন অমিতাভ
  • মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

Jayita Chandra | Published : Mar 13, 2020 11:15 AM IST

করোনার জেড়ে গোটা বিশ্ব এখন সতর্কতায় ঢেকে ফেলার প্রয়াসে পা বাড়িয়েছেন সকলে। জমায়েত এড়িয়ে যাওয়া থেকে শুরু করে নিজেকে সুরক্ষিত রাখা। একের পর এক সমস্যার মোকাবিলাতে এগিয়ে আসছে সরকার। ভারতের বুকেও হানা দিয়েছে করোনা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫। ফলে সতর্কতা আরও বাড়িয়ে তোলার জন্য নেওয়া হচ্ছে নিত্য নতুন পদক্ষেপ। যে কয়েকটি রাজ্যের মধ্যে করোনা হানা দিয়েছে, সেই তালিকাতে নাম নেই বাংলার। কিন্তু সতর্কতা তুঙ্গে রাখার পরও আতঙ্ক দমিয়ে রাখা যাচ্ছে না। 

আরও পড়ুনঃ মাল্টিপ্লেক্সের দাপটে বন্ধ হল রক্সির দরজা, বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ শো

আরও পড়ুনঃ করোনার কোপ বক্স অফিসে, পিছিয়ে গেল একাধিক ছবির মুক্তি

বিশ্বের এই সর্বত্র ছড়িয়ে থাকা পরিস্থিতিকেই এবার ছন্দে বাঁধলেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে। সেলিব্রিটিরা বিভিন্ন সময় তাঁদের ভক্তদের উদ্দেশ্যে সাবধান বার্তা পৌঁচ্ছে দিচ্ছে। সেই তালিকাতে এবার নাম লেখালেন অমিতাভ বচ্চন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অমিতাভ বচ্চনকে অনুরোধ করা হয়েছিল করোনা আতঙ্ক নিয়ে বিশেষ কোনও বার্তা দিতে। সেই পথে হেঁটে এবার কবিতাই লিখে ফেললেন অমিতাভ বচ্চন। 

 

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে কান, উৎসব বাতিলের সম্ভাবনা তুঙ্গে

পরিস্থিতি জটিল। কার কথা শোনা হবে, কার কথা শোনা হবে না, কে ঠিক বলছে কে বেঠিক বলছে কিছুই বোঝা যাচ্ছে না। তাই সকলেরই কথা শোনা উচিত। সাবান দিয়ে হাত ধুতে বলা হচ্ছে তাও শোনা উচিৎ। এমনই এক মর্মে নিজের সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখে দিলেন অমিতাভ বচ্চন। তা পাঠ করে নেট দুনিয়ায় শেয়ারও করলেন অমিতাভ। মুহূর্তে ছড়িয়ে পড়ে তা ভক্ত মহলে। 

Share this article
click me!