Aryan Khan Drug Case Timeline: ২ অক্টোবর থেকে ২৮, ক্রজ পার্টি থেকে জামিন, পর পর সাজিয়ে দেখা আরিয়ান মাদক মামলা

টানা ২২ দিনের কঠিন লড়াই। অবশেষে বাড়ি ফিরলেন কিং খান পুত্রে। ফিরে দেখা ২২ দিনের সফর। 

Jayita Chandra | Published : Oct 28, 2021 1:08 PM IST

আরিয়ান খান (Aryan Khan), একটি পার্টে রাতারাতি বদলে দিয়ে গেল তাঁর জীবনের গ্রাফ। একাধিক কাজের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হচ্ছিল আরিয়ানের নাম। সিনে জগতে (Bollywood) পা রাখার জন্য নিজেকে তৈরি করে ফেলেছিলেন তিনি। কিন্তু হঠাৎই ভাগ্যে জোটে জেল হেফাজত। গত দুবছর ধরে চরস গাঁজা  (Drug) নিচ্ছেন আরিয়ান, একের পর এর ঝড় বইতে থাকে অভিযোগকে কেন্দ্র করেই। 

২ অক্টোবর- নার্কোটিক্সের (NCB)  তরফ থেকে রেড করা হয় আন্তর্জাতিক জলস্তরের ওপরে থাকা ক্রজ। এই জাহাজটি মুম্বই (Mumbai) থেকে গোয়া (Goa)যাচ্ছিল। সেখান থেকে উদ্ধার করা হয়, ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম মেফেড্রন, ২১ গ্রাম চরস, যাার ফলে কেস ফাইল করা হয়। 

৩ অক্টোবর- শাহরু খানের (Shah Rukh Khan) ছেলে ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেন মুনমুন ধামেচাকে গ্রেফতাার করা হয়। সেখান থেকেই একদিনের এনসিবি (NCB) হেফাজতে নেওয়া হয় তাঁদের। 

আরও পড়ুন- শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই যেকোনও ড্রাগ চিনির গুঁড়োতে পরিণত হবে, কটাক্ষ মন্ত্রীর

আরও পড়ুন- হটলুকে বাথরুমে ফ্রেমবন্দি রিয়া, একের পর এক ফ্রেমে শরীরী কায়দায় ভক্তদের ঘুম কাড়লেন সেনকন্যা

আরও পড়ুন-Janhvi Kapoor- শারীরিক ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন জাহ্নবী, হঠাৎ কী হল শ্রী-কন্যার

৪ অক্টোবর, আরিয়ন (Aryan Khan) ও তাঁর বন্ধুদের আবারও হাজিরা হয়, এবং সেদিন ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ মিলেছিল। 

৭ অক্টোবর- এদিন আর হেফাজতে রাখার নির্দেশে সম্মতি দেয়নি কোর্ট। এরপর তাঁদের হেফাজতে নিলে ওদের ফান্ডামেন্টাল রাইটস ক্ষুন্ন করা হত, যার ফলে তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়। সেদিনই আরিয়ান জামিনের আবেদন করেন। 

৮ অক্টোবর- এদিন মুনমুন-আরবাজ ও আরিয়ানের জামিন স্থগিত রাখা হয়। এবং পরের দিন তা নিয়ে আবারও বিচার বসে। 

৯ অক্টোবর- কোর্ট ছুটিতে বন্ধ থাকার আগেই জামিন পাওয়ার জন্য আবারও আবেদন করা হয় আরিয়ান খানের তরফ থেকে। সঙ্গে তিনি আরো বলেন, মিথ্যে কেস সাজানো হচ্ছে, তাঁর কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। তা এনসিবি-ও স্বীকার করে নেয়। 

১১ অক্টোবর- আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্দে জামিনের জন্য দ্রুত আবেদন করেন। কর্ট ১৩ অক্টোবূরের মধ্যে এনসিবি-কে এই মর্মে উত্তর দিতে বলে। 
১৩ অক্টোবর- ১৪ অক্টোবর পর্যন্ত বেলের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। 
১৪ অকিটোবর- মুম্বই স্পেশ্যাল কোর্ট ২০ অক্টোবর আরিয়ান, মুনমুন ও আরবাজের জামিনের শুনানীর নির্দেশ পায়। 
২০ অক্টোবর- মুম্বই কোর্ট জামিন মুলতুবি করে দেয়। 
২১ অক্টোবর শাহরুখ খান আরিয়ানের সঙ্গে জেলে দেখা করতে গিয়েছিলেন। সেদিন টানা ১৫ মিনিট কথা হয় আরিয়ানের সঙ্গে। 
২৬  অক্টোবর- বম্বে হাইকোর্টে জামিনের শুনানি শুরু হয়। 
২৮ অক্টোবর- বৃহস্পতিবার বিকেলে জামিন পান আরিয়ান খান। 

    

Share this article
click me!