'সুশান্তই আমায় অভিনয় শিখিয়েছিল', পবিত্র রিস্তা নিয়ে মুখ খুলে আবেগঘন অঙ্কিতা

Published : Jun 03, 2021, 01:34 PM IST
'সুশান্তই আমায় অভিনয় শিখিয়েছিল', পবিত্র রিস্তা নিয়ে মুখ খুলে আবেগঘন অঙ্কিতা

সংক্ষিপ্ত

পবিত্র রিস্তা থেকে শুরু পথ চলা  রিল লাইফ ও রিয়েল লাইফে ভাইরাল জুটি সুশান্ত আজ আর নেই  স্মৃতিটুকু আখরেই আবেগে ভাসছে বিটাউন

সুশান্ত সিং রাজপুত, দেখতে দেখতে এক বছর পার, আর ঠিক দশ দিনের মাথায় আবারও ফিরবে সেই ভয়ানক দুঃস্বপ্নের দিন। সকলের অগচরে সকলকে ছেড়ে চলে গিয়েছেন সুশান্ত, আজও ভক্তদের মনে একটাই প্রশ্ন, সত্যিই কি এতটা তাড়া ছিল! সত্যি কি সুশান্ত নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিল! নাকি কোনও পরিস্থিতি তাঁকে বাধ্য করেছিল! উত্তর জানা নেই কারুর, পুরো দমে চলছে তদন্ত, চলছে সাওয়াল জবাব। 

আরও পড়ুন- ৪৮ বছর আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন অমিতাভ-জয়া, সোশ্যাল পোস্টে নস্টালজিয়া বিগ বি 

অন্যদিকে প্রতি নিয়ত আবেগে ভাসছে কাছের মানুষেরা। নেট মহলের পোস্টে প্রায় দিনই প্রাণ ফিরে পাচ্ছে সুশান্ত। ট্রেন্ডে উঠে আসছেন তিনি। সুশান্তকে ঘিরে সকলের মনে থাকা হাজারও প্রশ্নরা ভিড় করে আসে, একইভাবে আজও অঙ্কিতার মনে তরতাজা সুপারস্টারের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত। পবিত্র রিস্তার সেলিব্রেশনে সেই প্রসঙ্গই উঠে এলো আবার। ভিডিও শেয়ার করে অঙ্কিতা জানালেন, তাঁকে হাতে ধরে অভিনয় শিখিয়েছিলেন সুশান্ত। 

সুশান্ত অনেক সিনিয়র ছিলেন, তাই সুশান্তের থেকেই অঙ্কিতা শিখেছে অভিনয়, সেই সময় প্রতিটা ধাপে কীভাবে সুশান্ত তাঁকে সাহায্য করেছিল, তা নিয়েও মুখ খোলেন অঙ্কিতা। জানান, সুশান্ত যেখানেই আছে ভালো আছেন, শান্তিতে আছেন, তাঁদের এই দীর্ঘ পথচলাটা কোনও দিনই ভোলার নয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিও। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Car Accident: পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কলের গাড়ি, কেমন আছেন এই তারকা দম্পতি?
বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা