Ankita-Vicky Marriage : অঙ্কিতাকে চরম আদরে ভরালেন ভিকি, জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মিসেস জৈন

Published : Dec 15, 2021, 01:43 PM ISTUpdated : Dec 15, 2021, 04:13 PM IST
Ankita-Vicky Marriage :  অঙ্কিতাকে চরম আদরে ভরালেন ভিকি, জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মিসেস জৈন

সংক্ষিপ্ত

মুম্বইয়ের পাঁচতারা হোটেলেই বসেছিল অঙ্কিতা - ভিকির  বিয়ের  আসর। অবশেষে পরিণতি পেল তিন বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। প্রেমিক ভিকি জৈনর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে।  এ যেন রূপকথার চেয়ে কিছু কম নয়। সম্প্রতি ভিকি-অঙ্কিতার মালাবদলের ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

বলিপাড়াতে বিয়ের মরশুম। সেলিব্রিটি বিয়ের ঘোর যেন কোনওভাবেই কাটছে না। ভিক্যাটের রাজকীয় বিয়ের রেশ এখনও তুঙ্গে। এর মধ্যেই নিজের জীবনের পুরোনো অতীত ঝেড়ে ফেলেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা তথা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande)। প্রেমিক ভিকির (Vicky Jain) সঙ্গে পবিত্র বন্ধনে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande) । বেশ কয়েকদিন ধরেই একের পর এক হাইপ্রোফাইল বিয়ে নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। এবার সেই তালিকায় চলে এলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।

মুম্বইয়ের পাঁচতারা হোটেলেই বসেছিল  (Ankita lokhande) অঙ্কিতা - ভিকির (Vicky Jain) বিয়ের  আসর। অবশেষে পরিণতি পেল তিন বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। প্রেমিক ভিকি জৈনর  (Vicky Jain) সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande)। এ যেন রূপকথার চেয়ে কিছু কম নয়। রাজকন্যার মতো সকলের সামনে এলেন অঙ্কিতা লোখান্ডে। মনীশ মলহোত্রার সোনালি ভারী কাজের লেহেঙ্গায় ধরা দিলেন অঙ্কিতা লোখান্ডে। বিয়ের চিরাচরিত লাল নয়, বরং সোনালি রঙের লেহেঙ্গা, তার সঙ্গে মানানসই গয়না, মাথায়  সুবিশাল ওড়না পরেই রাজকুমারীর মতো বিয়ের মন্ডপে উপস্থিত হয়েছেন অঙ্কিতা লোখান্ডে (Ankita lokhande)। ইতিমধ্যেই প্রাক বিবাহ থেকে বিয়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

 

আরও পড়ুন-Sara Ali Khan : কালো লেহেঙ্গায় Dancing Doll সারা, ছবির প্রচারে ঘুম উড়ালেন ব্ল্যাক বিউটি

আরও পড়ুন-Katrina-Vicky Wedding: একমাথা সিঁদুর, বধূসাজে কমলি গার্ল, গোপনে কি সেরে এলেন হানিমুন

আরও পড়ুন - IUrfi Javed : অনাবৃত উরুর খাঁজ, অন্তর্বাস ছাড়াই হট পোজ, প্রিয়ঙ্কাকে নকল করতেই TROLLED উরফি

 

খুল্লামখুল্লা প্রেম থেকে বিয়ে। রাজকীয় বিয়েতে কোনও রকমের গোপনীয়তা না পসন্দ অঙ্কিতার। নিজের জীবনের সবচেয়ে আনন্দের প্রতিটা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সম্প্রতি ভিকি-অঙ্কিতার মালাবদলের ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বিয়ের মন্ডপের সাজসজ্জা দেখে হতবাক সকলেই। থ্রি-ডি এফেক্টে নেমে এসেছে ঝর্ণা,মঞ্চের উপরে আরতি করছেন পুরোহিত, এবং ব্যাকগ্রাউন্ডে উচ্চারিত হচ্ছে পবিত্র মন্ত্রধ্বনি। পুরো মাঙ্গলিক পরিবেশের মধ্যে মালাবদল সেরে নিয়েছেন দুজনে। প্রেমিকের গলায় মালা পরিয়েই আনন্দে নেচে উঠেছেন অঙ্কিতা। তারপর মালাবদল শেষ হতেই ইমোশ্যনাল হয়ে পড়েছিলেন অভিনেত্রী। মিসেস জৈনকে আদরে ভরিয়ে দিতেই ভিকিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন অঙ্কিতা। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

 

 

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সংসার পাতার ইচ্ছা থাকলেও সেই স্বপ্ন অধরাই থেকে গেল অঙ্কিতার ( Ankita lokhande) । ২০১৬ সালেই ভেঙে গিয়েছিল সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক। ব্রেকআপের পর এই ভিকিই (Vicky Jain) আগলে রেখেছিলেন অঙ্কিতাকে।  দীর্ঘ ৩ বছর সম্পর্কের পর অবশেষে পরিণতি পেল তাদের সম্পর্ক। ২০১৭ সালে একে অপরকে ডেট করছেন ( Ankita lokhande) অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। তবে প্রাক্তনের স্মৃতি আঁকড়েই এবার সারাজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন (Vicky Jain) ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে। 
 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে