'বলিউডের বিশেষ দল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এর জেরে ভাল কাজ পাচ্ছি না'

Published : Jul 25, 2020, 11:53 PM ISTUpdated : Jul 26, 2020, 07:49 AM IST
'বলিউডের বিশেষ দল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এর জেরে ভাল কাজ পাচ্ছি না'

সংক্ষিপ্ত

সুশান্ত সিং রাজপুতের ছবি দিল বেচারা নিয়ে খোলসা করলেন এ আর রহমান বলিউড তাঁকে কোণঠাসা করেছিল বলে অভিযোগ রহমানের তাঁকে প্রায় প্রতিটি বড় বাজেটের ছবি থেকে বাদ দেওয়া হয় কেবল তাই নয় বলিউডের একটি দল এখনও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এ আর রহমান অবশেষে মুখ খুললেন। বলিউডে তাঁর বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। এ আর রহমানের বিস্ফোরক নানা মন্তব্যে জল্পনা এখন তুঙ্গে। রহমান কারও নাম না নিয়েই জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে বলিউডের একদল রয়েছে যাঁরা তাঁকে বলিউডে কাজ দিচ্ছে না। সেই দল থেকেই এখন রহমানের সমস্ত কাজ বাতিল করা হচ্ছে। সেই কারণে তিনি বলিউডে বহুদিন ধরে কোনও কাজ করছেন না। সম্প্রতি সেসব নিয়ে বিস্ফোরক মন্তব্য দিয়ে বসলেন সংগীতশিল্পী।

আরও পড়ুনঃ'সুশান্তের শেষ ছবির উদযাপিত হোক', বিশেষ অনুরোধ জানালেন নওয়াজ

তিনি জাননা, দিল বেচারার পরিচালক মুকেশ ছাবড়া তাঁর কাছে ছবিটির সংগীত পরিচালনার প্রস্তাব নিয়ে আসায়, রীতিমত হুমকি পেতে হয়েছিল মুকেশকে। অনেকেই মুকেশকে বারণ করে রহমানের কাছে প্রস্তাব নিয়ে যেতে। তাঁর নামে ভুঁয়ো কাহিনিও শোনানো হয়েছে পরিচালককে। তবে মুকেশ কোনও কথায় কান না দিয়েই রহমানের কাছে গিয়েছিলেন। মুকেশের কথায় রহমান নিশ্চিত হন, বলিউডের এক বিশেষ গ্যাংগ তাঁর বিরুদ্ধে যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তাতে তাঁদের উদ্দেশ্য একটাই রহমান যাতে ছবিতে কাজের সুযোগ না পায়। 

আরও পড়ুনঃবয়স মাত্র ২৪, 'এসওএস কলকাতা'র প্রযোজনায় এনা সাহা

 

প্রশ্ন হল, সলমন খানকে জনসমক্ষে মঞ্চে অপমান করার ফলই কি ভোগ করতে হচ্ছে রহমানকে। এমনটা কেন ঘটল তাঁর সঙ্গে। এ কথা কারও অজানা নয়, ভাইজানের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে বলিউডে নিজের জায়গা নড়বড়ে হয়ে যাওয়া। দু'বার অ্যাকাডেমি পরুষ্কারপ্রাপ্ত একজন সংগীতশিল্পী বলিউডে কাজ পাবে না এমনটা এমন হতে পারে না। রহমানের কাজ না পাওয়ার পিছনে সলমনের হাত আছে কি না এ বিষয় প্রশ্ন তুলেছে নেটদুনিয়া। 
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?