"এরা যদি হিরো হয়, তাহলে তো আমরাও সুপারস্টার", ভাইরাল ছবিতে বরুণ-অর্জুনকে আক্রমণ নিন্দুকদের

Published : Apr 27, 2020, 06:09 PM ISTUpdated : Apr 27, 2020, 11:04 PM IST
"এরা যদি হিরো হয়, তাহলে তো আমরাও সুপারস্টার", ভাইরাল ছবিতে বরুণ-অর্জুনকে আক্রমণ নিন্দুকদের

সংক্ষিপ্ত

বরুণের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করতেই ট্রোলিংয়ের মুখ অর্জুন। বডি শেমিং থেকে তাঁদের পুরনো লুকস নিয়েও মন্তব্য করে নিন্দুকরা। তাঁদের হিরো হওয়ার যোগ্যতা নেই বলে আক্রমণ দুই অভিনেতাকে।

লকডাউনে চলছে থ্রোব্যাকের ট্রেন্ড। হলি, বলি, টলি মিলিয়ে বহু অভিনেতা অভিনেত্রীদের পুরনো ছবি উঠে আসছে সোশ্যাল মিডিয়ার ফিডে। কখনও দীপিকা পাডুকোনের স্কুলের ছবি, তো কখনও একই ফ্রেমে আমির, সলমন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেবল তারকারাই নন অন্যান্য সাইবারবাসীরাও নিজেদের পুরনো ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসছেন।

আরও পড়ুনঃছিপছিপে মেদহীন চেহারা পেতে, দেখে নিন দেবলীনার 'মোটিভেশনাল স্পিরিট'

তেমনই অর্জুন কাপুর, বরুণ ধাওয়ানের সঙ্গে একটি বহু পুরনো ছবি পোস্ট করেছিলেন। সেই সময় অর্জুন কিংবা বরুণ কেউই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেননি। বরুণ, অ্যাসিট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন। অর্জুনের সেই সময় একটু বেশি স্বাস্থ্য ছিল। যার কারণে তাঁকে আলাদা করে অর্ডার দেওয়া পোশাক পরতে হত। লম্বা চুল, চশমা, জোড়া ভ্রু, সব মিলিয়ে এখনকার অর্জুন এবং তখনকার অর্জুনের মধ্যে কোনও মিল নেই। 

আরও পড়ুনঃশাহিদ-করিনার ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস, বিচ্ছেদের কারণ কি লিক হওয়া সেই কিসিং ভিডিও

বরুণের চেহারায় খানিক মিল থাকলেও সেই সময় সবে তাঁর গ্রুমিং সেশন শুরু হয়েছে। এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নিন্দুকদের ভিড় কমেন্ট সেকশনে। "এরা যদি হিরো হতে তাহলে আমরা কেন নই?" এমনকি বডি শেমিং থেকে শুরু করে, তাদের লুকস নিয়ে কুমন্তব্য করেছে নিন্দুকরা। যদিও পাল্টা জবাবে তাদের উচিত শিক্ষা দিয়েছে অর্জুনের ভক্তরা।  

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে