- Home
- Entertainment
- Bollywood
- শাহিদ-করিনার ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস, বিচ্ছেদের কারণ কি লিক হওয়া সেই কিসিং ভিডিও
শাহিদ-করিনার ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস, বিচ্ছেদের কারণ কি লিক হওয়া সেই কিসিং ভিডিও
করিনা কাপুর খান এবং শাহিদ কাপুরের সম্পর্ক এক সময় বলিউডে বহু চর্চিত জুটির মধ্যে একটি ছিল। করিনার সঙ্গে শাহিদের সম্পর্ক থাকাকালীন কোন রাখঢাক ছিল। করিনা বরং প্রত্যেকবার অফস্ক্রিনে, সাক্ষাতকারে নিজের এবং শাহিদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। কফি উইথ করণে এসে প্রথম রিভিল করেছিলেন করিনা। শাহিদের জন্য নিরামিষাসী পর্যন্ত হয়ে গিয়েছিলেন করিনা এতটাই গভীর ছিল তাঁদের প্রেম। তাহলে হঠাৎ কী এমন ঘটল তাঁদের মধ্যে যে জব উই মেট সুপারহিট হওয়ার পরও সম্পর্কে চিড় ধরল। যার পর একে অপরের বিরুদ্ধে কেবল তিক্ততার স্মৃতিটুকুই রেখে দিয়েছিলেন।

জব উই মেটের ছবির শ্যুটিং চলাকালীনই ব্রেক আপ হয় তাঁদের। ছবি হিট হলেও তাঁদের সম্পর্ক আর জোরা লাগেনি।
সেই সময় একটি এমএমএস লিক হয় যা চোখ কপালে তুলে দিয়েছিলেন বিনোদন জগত এবং সিনেপ্রেমীদের।
করিনা এবং শাহিদের কিসিং এমএমএস। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।
নিন্দুকদের মতে, এমএমএসটি ছবির প্রচারেরই একটি অংশ ছিল। তাই ছবির শ্যুটিং চলাকালীনই লিক হয় ভিডিওটি।
যেখানে শাহিদ এবং করিনাকে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছে। সেই ভিডিওটি লিক হওয়ার আগেও অবশ্য সমস্যা চলছিল তাঁদের।
তবে এমএমএসের কারণে করিনা সরাসরি সিদ্ধান্ত নিয়ে ফেলেন শাহিদের সঙ্গে আর থাকবেন না।
অনেকের মতে, শাহিদই নাকি এমএমএসটি লিক করিয়েছিলেন। এর পিছনে কারণ অবশ্য অজানা।
কাপুর বংশ বলিউডে নামজাদা পরিবারের মধ্যে একটি। তাঁদের বাড়ির মেয়ের এই এমএমএস কেউই ভাল ভাবে নেননি।
করিনা অবশ্য ভেঙে পড়েননি। পরিবারকে পাশে পেয়েছিলেন সেই সময়।
কাপুর পরিবারের মেয়ে বলেই হয়তো তাঁর কেরিয়ারেও তেমন অসুবিধে হয়নি।
এমএমএসটি মারাত্মক রকম ভাইরাল হলেও করিনা তখনও সেরা অভিনেত্রী।
বি-টাউনে তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাও তাঁকে সমর্থন করেছিলেন শাহিদের সঙ্গে ব্রেক আপের বিষয়টি নিয়ে।