
ছবি এবং ব্যক্তিগত জীবন দুটি কারণেই ব্রটমানে খবরের শিরোনামে থাকেন অর্জুন কপূর। তিনি বরাবরই একটু অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তিনি বরাবরই বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন। কিন্তু কপূর পদবীর জন্য লোকের তাঁর প্রতি বেশ কিছু ভুল ধারনা রয়েছে বলে তিনি জানান। শুধু তাই নয় তাঁর চেহারা নিয়েই অনেক রকম কটু কাটব্য করতে শুনেছেন তিনি। তবে এই প্রসঙ্গে অর্জুন সোজা সাপটা জবাব দেন, জানেন কি তিনি বলেছেন? চলুন জেনে নি।
আর্যুনববলেন ভারতীয় পুরুষ বলতে তথাকথিত যে ধারনা মানুষের মনে প্রচলিত আছে, তাঁর থেকে তিনি অনেকটাই আলাদা। এক সাক্ষাৎকারে এক ভিলেন রিটার্নস অভিনেতা জানান, ' অনায়াসে কোনো চরিত্র ফুটিয়ে তুলেছি বলে যদি লোকে ভাবে সেটা আমি তবে ভুল হবে। 'ইশকজাদে'র আমি আর ' গুন্ডে - র ' আমি তো এক নই। নানা ধরনের চরিত্রে সাবলীল থাকায় আমার কাজ। তাঁর সঙ্গে ব্যক্তি আমার কোনো যোগ নেই।' তাঁর সমসাময়িক বলিউড হিরোদের মতন পেশী বহুল চেহারা তাঁর নি এছাড়াও অন্যদের তুলনায় শরীরে মেদ ও একটু বেশি কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন অভিনেতা। তবে চরিত্রের প্রয়োজনে তিনি অনায়াসেই নিজের চেহারায় বদল নিয়ে আসতে পারেন খুব সহজেই। অর্জুন কিন্তু শরীরচর্চা করেন খুবই মনোযোগ দিয়ে, বছরের শুরুতে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ার্কআউট রুটিন শেয়ার করেছিলেন। ২০১৯ এর ফেব্রুয়ারি থেকে ২০২২ এর মে অবধি তিনি এক কঠোর শরীরচর্চার মধ্যে ছিলেন। তিনি এও জানান জীবনে অনেক কঠিন সময় এসেছে তাঁর কিন্তু সবকিছু কে অতিক্রম করে তিনি যে তাঁর জীবনের এত ভালো একটা সময়ে উপস্থিত হয়েছেন এটাই খুশি নায়ক।
তবে অর্জুনের লেডি লাভ মালাইকাও কিন্তু খুবই ফিটনেস ফ্রিক, অভিনেত্রী প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ার্ক আউট ভিডিও পোস্ট করেন। এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবনেও খুবই খুশি অর্জুন, সম্প্রতি মালাইকার বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনেছেন তিনি তবে কোনো অজ্ঞাত কারণে সেটি বিক্রি করে দেন, যদিও তাঁদের মধ্যে সব কিছু স্বাভাবিক আছে বলেই জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দুজনকে একসঙ্গে পিডিয়ে করে ছবি পোস্ট করতে দেখা যায়। বর্তমানে খুবই ভালো ভালো মুহূর্ত কাটাচ্ছেন দুজনে।
আরও পড়ুন,আকাঙ্খাকেই নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিলেন মিকা, রইলো মেহেন্দি ও সংগীতের ছবি
আরও পড়ুন,জানেন কি? কোটিপতি ব্যবসায়ীদের স্ত্রী এই বলি অভিনেত্রীরা!