বচ্চন পাণ্ডে-র প্রমোশনে গিয়ে বিস্ফোরক আরশদ, বললেন বিগ বি সুযোগ কেড়ে নিয়েছিলেন

Published : Mar 11, 2022, 10:59 AM ISTUpdated : Mar 11, 2022, 11:03 AM IST
বচ্চন পাণ্ডে-র প্রমোশনে গিয়ে বিস্ফোরক আরশদ, বললেন বিগ বি সুযোগ কেড়ে নিয়েছিলেন

সংক্ষিপ্ত

অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন আরশদ ওয়ার্শি। অভিযোগ তুললেন, তিনি নাকি তাঁকে সুযোগ দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আর আরশদের এহেন অভিযোগ নজর কেড়েছে সকলের। 

বিগ বি-র (Big B) সঙ্গে স্ক্রিন শেয়ার করা অনেক তারকার কাছে আজও স্বপ্নের মতো। তাঁর মতো লেজেন্ডের সঙ্গে কাজ করার একটা সুযোগের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন তারকারা। এবার সেই অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন আরশদ ওয়ার্শি। অভিযোগ তুললেন, তিনি নাকি তাঁকে সুযোগ দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আর আরশদের এহেন অভিযোগ নজর কেড়েছে সকলের। 

সম্প্রতি, বচ্চন পাণ্ডে ছবি নিয়ে বেজায় ব্যস্ত আরশদ (Arshad Warsi)। চলছে এই ছবির প্রমোশনের (Promotion) কাজ। ছবির প্রধান চরিত্র রয়েছেন অক্ষয় কুমার ও কৃতি শ্যানন। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরশদ। সম্প্রতি, ছবির প্রমোশনের জন্যই একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আরশদ। সেখানে নিজের কেরিয়ার নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন। সেই থেকে উঠে আসে এমন কথা।
তাঁকে বলিউডের গডফাদার প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তখন তিনি জানান, এক সময় বড় সুযোগ পেয়েছিলেন। কিন্তু, সেই সুযোগই তাঁর থেকে কেড়ে নেওয়া হয়। বলিউডে আরশদের (Arshad Warsi)ডেবিউ ১৯৯৬ সালে। ‘তেরে মেরে স্বপ্নে’ ছবির মধ্য দিয়ে। অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা এবিসিএল-এর ব্যানারে তৈরি হয়েছিল ছবিটি। ছবির মুখ্যভূমিকায় ছিলেন আরশদ। ছবির পরিচালনা করেন অগাস্টিন। তবে, তাঁর অভিনীত প্রথম ছবি সাফল্যের মুখ দেখেনি বক্স অফিসে। শোনা যায়, এরপরই নাকি অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে আরশদের। শেষ অমিতাভ বচ্চনের প্রোজক্ট থেকে বাদ পড়েন তিনি। 

কেরিয়ারের শুরুতেই এমন সমস্যায় পড়তে হয়েছিল আরশদকে। এতদিন পর সেই কথা জানালেন নায়ক। এরপর থেকেই শুরু হয় তাঁর স্ট্রাগেল। একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিলেও সার্কিট চরিত্রে আরশদের অভিনয় আজও মনে রয়েছে দর্শকদের। সদ্য মুক্তি পেতে চলেছে ফারহাদ সামিজ পরিচালিত বচ্চন পান্ডে। ছবির গল্প লিখেছেন সাজিদ নদিয়াদওয়ালা। কমেডি ঘরানার এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন, অক্ষয় কুমার ও কৃতি শ্যান, আরশদ ওয়ার্শি, জ্যাকলিন। ১৮ মার্চ মুক্তি পাবে ছবিটি। 

২০১৬ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ছবি, আ ডার্টি কার্নিভ্যাল এর থেকে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ ভারতের ছবি জিগরথান্ডা তৈরি হয়েছে। আর এই ছবিরই হিন্দি রিমেক বচ্চন পাণ্ডে। বর্তমানে ছবির প্রোমোশনের জন্য মুম্বইয়ের বিভিন্ন জায়গায় যাচ্ছে ছবির টিম। কালই জাহুতে প্রমোশনের জন্য দেখা গিয়েছিল টিমকে। 

আরও পড়ুন- নিশ্চিত হল ফাইটার ছবির মুক্তির দিন, সেপ্টেম্বরের শেষেই আসছেন হৃতিক-দীপিকা

আরও পড়ুন- সানি লিওনের বড় ফ্যান ছিল ওসামা বিন লাদেন, মৃত্যুর পর ঘর থেকে কী পাওয়া গিয়েছিল জানেন

আরও পড়ুন- সঙ্গম-যৌনতা থেকে শতযোজন দূরে কেন থাকতেন ঐশ্বর্য, ফাঁস করলেন রাই সুন্দরী
 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?